বিবেক বুদ্ধি কি লোপ পেয়েছে নাকি? ?
লিখেছেন লিখেছেন আমি মুসাফির ০৫ জুন, ২০১৪, ০৮:৪২:৫৭ রাত
নারায়নগঞ্জের সেভেন মার্ডারের রোমহর্ষক চাঞ্চল্যকর তথ্য মেজর আরিফের !!
কর্নেল জিয়াউল আহাসানের নির্দেশে যার্বের তারেক সাঈদ, আরিফ, রানা সহ ১৭-১৮ জন মিলে পুরো কিলিং মিশন সম্পর্ন করে !!
যা শুনলে কোন সুস্থ মানুষ স্থির থাকার কথা না |||
হৃদয়বিদারক নিশংস মানবতাবিরোধী সারা দেশের প্রত্যেকটা গুম-খুনের সাথে সরাসরি যার্বের সম্পৃক্ততা পাওয়া যাবে !!
যা পরিচালনা` করেছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকার এতে বিন্দুমাত্র কোন সন্দেহ নেই l
আর উপরে উল্লেখিত আওয়ামী দালাল জনাব মাহবুবে আলম কি বলেছে দেখুন ।
নীচের লিংটাও পড়ুন সহজেই বুঝবেন এই দালালের কারসাজি।
Click this link
বিষয়: বিবিধ
১১৪২ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
েএটা নিয়ে এশিয়ান হিউম্যান রাইটস্ (মনে হয়) মাহবুবে আলমের খুব সমালোচনা করেছিলো । স্ত্রী যদি সংক্ষুব্ধ ব্যক্তি না হয় তাহলে সংক্ষুব্ধ ব্যক্তি কে? প্রশ্ন করেছিল তিনি কিভাবে এরকম জ্ঞান নিয়ে রাষ্ট্রের প্রধান আইন কৌশুলি হন ?
জয়ের বিপক্ষে লিখার জন্য মাহমুদুর রহমানের বিরুদ্ধে যখন ৪৯ টা মামলা করা হয় ,তখন কোনটাই জয়ের আপন জনেরা করে নি, করেছিল আওয়ামী লীগের ৩য় ও ৪র্থ সারির জেলা ভিত্তিক নেতারা । পরিবারের বাইরের এরাই মাহবুবে আলমদের কাছে সংক্ষুব্ধ ব্যক্তি , স্ত্রী নন !
অশেষ ধন্যবাদ।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
ভুলে শেখ হাসিনার সাথে সন্ত লারমাকেও নোবেল দিয়ে দিচ্ছিল।
এখন আদালতে এক জবানবন্দি আর তদন্ত কমিশনে আরেক রিপোর্ট। তবে কোন বিষয়ই না। বিচারিক আদালতে বলবে পুলিশের চাপে জবানবন্দি দিয়েছি।
তবে এমন বোধহীন মানুষরা আজ আমাদের সমাজরে নতুন প্রজন্মকে ভুল তথ্য দিচ্ছে এবং সমাজটা কলুষিত করছে। লজ্জা শরম একেবারেই এদের নেই।
আপনাকে অশেষ ধন্যবাদ।
তবেএমন বোধহীন মানুষরা আজ আমাদের সমাজকে কলুষিত করে ফেলছে। শরমই নেই এদের।
অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন