মহিলারাও যে মারামারিতে পিছিয়ে নেই তারই নমুনা ।

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ৩০ মে, ২০১৪, ১২:৫৬:১৪ দুপুর

















বিষয়: বিবিধ

১৩৩০ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

228287
৩০ মে ২০১৪ দুপুর ০১:২৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
৩১ মে ২০১৪ সকাল ১০:৩৮
175273
আমি মুসাফির লিখেছেন : ভাল লাগার জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ।
228302
৩০ মে ২০১৪ দুপুর ০২:০৫
৩১ মে ২০১৪ সকাল ১০:৩৮
175274
আমি মুসাফির লিখেছেন : ধন্যবাদ আপনাকেও
228310
৩০ মে ২০১৪ দুপুর ০২:৩৬
হতভাগা লিখেছেন : সুযোগ পেলে মেয়েরা যে ছেলেদেরকে পেছনে ফেলে দেয় - সেটা আরেকবার প্রমান হল।

যাও এগিয়ে যাও বাংলাদেশের আপুরা !
৩১ মে ২০১৪ সকাল ১০:৩৯
175275
আমি মুসাফির লিখেছেন : সটিখ কথা বলেছেন। অশেষ ধন্যবাদ আপনাকে।
228335
৩০ মে ২০১৪ দুপুর ০৩:৪৬
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : ভালো লাগলো দেশ এগিয়ে যাচ্ছে বলে। মেয়েরাই বা পিছিয়ে থাকবে কেনো।
৩১ মে ২০১৪ সকাল ১০:৪০
175278
আমি মুসাফির লিখেছেন : প্রগতিশীল মেয়ে বলে কথা। এরা তো এভাবেই এগুবে।

ধন্যবাদ।
228358
৩০ মে ২০১৪ বিকাল ০৪:৩৪
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : এসব মহিলা অপবিত্রা । এদের দিকে তাকালেই গুনাহ হয় । এরা নিজেরাও দোযখে যাবে এবং তাদের ছেলে, বাবা এবং স্বামীও তাদের সাথে দোযখে যাবে ।
৩০ মে ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
175126
লোকমান বিন ইউসুপ লিখেছেন : সিদ্ধান্ত দিয়ে দিলেন।
৩১ মে ২০১৪ রাত ১২:০৪
175216
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : আমি এব্যাপারে হাদিস উপস্হাপন করতে চাই না । উপরন্তু ময়দানে মাঠে এধরনের কিছু পরিবারের সাথে ওতপ্রোতভাবে মিশেছি । আমার অনেক কলিগের ওয়াইফও আছেন এমন ধরনের । তারা প্রতি দিন নিজের অবস্হা নিয়ে আফসোস করে । এদের অনেকে আছে বাড়ি পর্যন্ত নামাজ পড়তে পারেন না ।

... সুতরাং আমরা এমন কথা বলতেই পারি ।

আর আমার ফাসি চাই বইয়ে এধরনের মহিলাদের চরিত্র নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে । এসব তথ্যের কোন প্রতিবাদ তো করা হয়নি । বরং এই বইটাকেই নিষিদ্ধ করা হয়েছিলো ।

জান্নাতি কারা আর জাহান্নামী কারা তাদের চেনার জন্য দুনিয়াতেই যাতে লোকেরা বুঝতে পারে তার কিছু চিহ্নের কথা কুরআন ও হাদিসে স্পষ্টভাবে বলা আছে ।

তাছাড়া এরা সিদ্ধান্ত নিয়েই নিয়েছে তারা যা করছেন সঠিক করছেন , তারা কোন পাপ করছেন না , তাদের বিরোধীতা যারাই করছেন তারা পাপী । সুতরাং তাদের ভাগ্য সত্যপথ নেই ।
৩১ মে ২০১৪ সকাল ১০:৪৩
175279
আমি মুসাফির লিখেছেন : আর যাই হোক কোন ভদ্র এবং ধার্মিক মহিলারা অন্তত এমন কাজে আসতে পারে না।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
228372
৩০ মে ২০১৪ বিকাল ০৫:৩১
সন্ধাতারা লিখেছেন : পুরুষ বা মেয়ে যেই হোক নে কেন ভাল কাজের পুরুস্কার এবং মন্দ কাজের তিরস্কার অবশ্যই অবধারিত।
৩১ মে ২০১৪ সকাল ১০:৪৫
175283
আমি মুসাফির লিখেছেন : এমন করে মাঠে নেমে ইটপাটকেল লাঠি হাতে নিয়ে আসা মহিলারা তো কোন ভদ্র ও ধার্মিক এমনটি কেহ মেনে নিবে না বলে আমার বিশ্বাস।
মন্তব্যের জন্য াশেষ ধন্যবাদ।
228392
৩০ মে ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
আহ জীবন লিখেছেন : ক্যাপশন করার দরকার ছিল। এগুলো কি ন্যায়ের জন্য প্রতিবাদ নাকি অন্যায়ের সমর্থনে। মেয়েদের মারামারি পছন্দ করি না।
৩১ মে ২০১৪ সকাল ১০:৪৭
175285
আমি মুসাফির লিখেছেন : ন্যায় বা অন্যায় যাই হোক মেয়েদেরকে এভাবে আসা কতটুকু শালীন এবং সভ্য ?
৩১ মে ২০১৪ সকাল ১১:২৪
175290
আহ জীবন লিখেছেন : মোটেই শালীন বা সভ্য নয়। এখানেও হয় নি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File