হৃদয় নাড়া দেয়ার মত ঘটনা ।

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ০৩ এপ্রিল, ২০১৪, ০১:০২:৪১ দুপুর



একজন ডাক্তার একটি জরুরী সার্জারির জন্য তাড়াহুড়ো করে আর এক

ডাক্তারকে হাসপাতালে ডেকে পাস গতিতে হাসপাতালে পৌঁছে গেলো ।

হাসপাতালে ঢুকেই সে নিজেকে দ্রুত প্রস্তুত করে নিল সার্জারির জন্য।

এরপর সার্জারির ব্লক এগিয়ে সে দেখল

রোগীর ( একটি ছোট্ট ছেলে ) বাবা ওখানে পায়চারি করছে দাকার অপেক্ষায় ,

ডাক্তার কে দেখামাত্র লোকটি চেঁচিয়ে উঠল-...

আপনার আসতে এত দেরি লাগে?

দায়িত্ববোধ বলতে কিছু আছে আপনার?

আপনি জানেন আমার ছেলে এখানে কতটা শোচনীয় অবস্থায়

আছে ????

ডাক্তার ছোট্ট একটা মুচকি হাসি হেসে বলল-"

আমি দুঃখিত,আমি হাসপাতাল এ ছিলাম না,

বাসা থেকে তাড়াহুড়ো করে এলাম, তাই খানিক দেরি হল,

এখন আপনি যদি একটু শান্ত হন,

তবে আমি আমার কাজ টা শুরু করি "

লোকটি এবার যেন আরও রেগে গেলো, ঝাঁঝাঁলো স্বরে বলল- "

ঠাণ্ডা হব? আপনার সন্তান যদি আজ এখানে থাকতো?

আপনার সন্তান যদি জীবন মৃত্যুর মাঝে দাঁড়াইয়া থাকতো,

তবে আপনি কি করতেন?

শান্ত হয়ে বসে থাকতেন ??"

ডাক্তার আবার হাসলেন আর বললেন " আমি বলব পবিত্র

গ্রন্থে বলা হয়েছে মাটি থেকেই আমাদের সৃষ্টি আর মাটিতেই আমরা মিসে যাব !

ডাক্তার কাউকে দীর্ঘ জীবন দান

করতে পারেন না আপনি আপনার সন্তানের জন্য প্রার্থনা করতে থাকুন

আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা টা করব ।"

লোকটি পুনরায় রাগত স্বরে বলল-"যখন আপনার

টেনশন না থাকে তখন উপদেশ দেয়া সহজ ই !!"

এরপর ডাক্তার সাহেব সার্জারির রুম এ চলে গেলো, ২ ঘণ্টার মত

লাগলো ,শেষে ডাক্তার হাসি মুখে বের হয়ে এলেন,"আলহামদুলি ল্লাহ অপারেশন সফল"

এরপর লোকটির উত্তরের অপেক্ষা না করেই ডাক্তার আবার

বলে উঠলেন-"আপনার কোন প্রশ্ন থাকলে নার্স কে জিজ্ঞেস করুন ",

বলে তিনি চলে গেলেন ।

এরপর লোকটি নার্স কে বললেন-"ডাক্তার এত ভাব নেন

কেন? তিনি কি আর কিছুক্ষণ এখানে দাঁড়াতে পারতেন না?

যাতে আমি ওনাকে আমার সন্তানএর ব্যাপারে কিছু জিজ্ঞেস করতাম ।"

নার্স কান্নায় ভেঙ্গে পড়লেন আর জানালেন- ডাক্তার এর ছেলে আজ সকালে মারা গেছেন রোড এক্সিডেন্ট এ, তিনি আপনার ফোন পেয়ে ওনার

ছেলের জানাজা থেকে উঠে এসেছেন , এখন আবার দৌড়ে চলে গেলেন- কবর

দিতে ।

দায়িত্ববোধের উজ্জল দৃষ্টান্ত রেখে গেলেন এই ডাক্তার সাহেব।

এ থেকে যে নৈতিক শিক্ষা পেলাম তা হলো, একজন মানুষ কে কখনো তার কেবল বাইরের আচরণ দেখে যাচাই করা ঠিক হবে না, কারণ আমরা কখনই জানিনা তিনি কিসের মাঝে আছেন ।

বিষয়: বিবিধ

১৭৬২ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

202097
০৩ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২৯
ফেরারী মন লিখেছেন : সত্যি বলেছেন। পড়ে কান্না পেলো। এমন ডাক্তার এখনো আছে আমাদের সমাজে। তাদের চিনতে আমরা ভুল করি। আর মানুষের বাইরের অবয়ব দেখে বিচার করা ঠিক নয়।
০৩ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪২
151703
আমি মুসাফির লিখেছেন : অনেক কষ্ট লাগলেও এমন বাস্তবতায় কাজ করা কঠিন তাই ডাক্তার সাহেবের সবরের প্রসংশা না করে পারা যায় না।
ধন্যবাদ ঘটনাটি পড়ার জন্য।
202115
০৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩৫
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : লেখাটি পড়ে কলিজায় আঘাত লাগলো। এক কথায় হার্টটাচিং লেখা। অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি মর্মস্পর্শী লেখা উপহার দেয়ার জন্য
০৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫২
151755
আমি মুসাফির লিখেছেন : লেখাটি পড়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
202127
০৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০০
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:১১
151805
আমি মুসাফির লিখেছেন : আপনার ভাল লাগার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
202180
০৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৮
বুঝিনা লিখেছেন : ভাই, এই গল্প পড়তে পড়তে জান কয়লা হয়ে গেছে, নতুন গল্প লিখুন, সত্য হলে স্থান, কাল , পাত্র লিখুন.।
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:১২
151806
আমি মুসাফির লিখেছেন : তাহলে মন্তব্য কেন নতুন কিছুর সন্ধান করুন। ধন্যবাদ।
202194
০৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
জেদ্দাবাসী লিখেছেন : অনেক দিন আগে কোথায় যেন পড়ে ছিলাম । আপনি ঠিক বলেছেন "একজন মানুষকে বাইরের আচরণ দেখে যাচাই করা ঠিক না, কারণ আমরা জানিনা তিনি কিসের মাঝে আছেন ।"


ধন্যবাদ
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৪
151809
আমি মুসাফির লিখেছেন : দীর্ঘদিন আগের ঘটনা যদি দীর্ঘদিন পরে আবার লেখা হয় নতুনভাবে নতুন পাঠকরা বিষয়টা জানতে পারবে ফলে মনুষ্যত্ববোধ জেগে উঠতেও পারে এবং ভাল কাজের দিকে ধাবিত হতে পারে।
অশেষ ধন্যবাদ।
০৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩৮
152279
জেদ্দাবাসী লিখেছেন : ইংগিটা বুঝতে পারছেন বলে মনে হয়নি । মনুষ্যত্ববোধের আর একটা পরিচয় হলো সততা ।
লেখাটা যদি আপনার না হয়ে তাকে পোস্টে সূত্র উল্লেখ করা উচিত নয় কি? ইসলাম পন্তি ভাইদের আরও সচেতনতা প্রয়জন । বিনীত
202222
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৩
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : একজন মানুষ কে কখনো তার কেবল বাইরের আচরণ দেখে যাচাই করা ঠিক হবে না, কারণ আমরা কখনই জানিনা তিনি কিসের মাঝে আছেন ...সুন্দর সত্য!
০৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৬
151977
আমি মুসাফির লিখেছেন : আপনার উপলব্ধিটাও সত্য ।
ধন্যবাদ।
202243
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪১
সুমাইয়া হাবীবা লিখেছেন : কিছু কিছু জিনিস বারবার ফিরিয়ে আনতে হয়। এতে সচেতনতা বাড়ে। ফল ভালোভাবে লাভ হয়। এজন্যই কুরআনে একই নির্দেশ বারবার দিয়েছেন আল্লাহ। নাহলেতো নামাজ কায়েম করো এটা একবার বললেই হতো তাইনা!
০৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৮
151979
আমি মুসাফির লিখেছেন : আপনাদের মত বিবেক সচেতনরাই কেবল এই সত্যটি উপলব্ধি করতে পারে । আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ্
202253
০৩ এপ্রিল ২০১৪ রাত ০৯:০১
আবু আশফাক লিখেছেন : আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : একজন মানুষ কে কখনো তার কেবল বাইরের আচরণ দেখে যাচাই করা ঠিক হবে না, কারণ আমরা কখনই জানিনা তিনি কিসের মাঝে আছেন ...সুন্দর সত্য!
০৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪১
151980
আমি মুসাফির লিখেছেন : আপনার মন্তব্যে আপনার ভিতরের প্রতিচ্ছবিই প্রতিফলিত হয়েছে। সুন্দর মানসিকতার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।।
202333
০৪ এপ্রিল ২০১৪ রাত ১২:৫৪
সন্ধাতারা লিখেছেন : একজন মানুষ কে কখনো তার কেবল বাইরের আচরণ দেখে যাচাই করা ঠিক হবে না, কারণ আমরা কখনই জানিনা তিনি কিসের মাঝে আছেন।ভালো লাগলো অনেক ধন্যবাদ।
০৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪২
151981
আমি মুসাফির লিখেছেন : আপনার ভাল লাগার মানসিকতাই আপনাকে সমৃদ্ধ করেছে।
ধন্যবাদ।
১০
202713
০৫ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৫৫
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : খুব ভালো লাগল পড়ে। আসলেই তাই, এ রকম ডাক্তার এখনও আমাদের দেশে আছে?
কাউকেই বাইরে থেকে দেখে কোনো মন্তব্য করা উচিৎ নয়।
০৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪১
152304
আমি মুসাফির লিখেছেন : অশেষ ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File