কিভাবে আমাদের সর্বনাশ হচ্ছে তার খবর কি আমরা রাখি ?

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ২৩ মার্চ, ২০১৪, ০৫:০৫:৪৮ বিকাল

আমরা আজ ব্যস্ত হয়ে গেছি নানান কাজে বা সরকার এক একটি ইস্যু বানাচ্ছে আর তার পিছনে ছুটতে ছুটতে সময় পাচ্ছি না তা অনুধাবন করতে।

এই সুযোগে সরকার ভারতকে আমাদের রুটি রোজগারের সব ব্যবস্থা দিয়ে দিচ্ছে । এগুলো সম্পর্কে আমরা কতজন খবর রাখছি বা এগুলোকে জনসন্মুখে কতটুকু আনতে পারছি ।

এমনি এক খবর দেখুন।

অনুসন্ধানে জানা গেছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প খাতে দাপিয়ে বেড়াচ্ছেন ২০ হাজার ভারতীয় নির্বাহী। বছরের পর বছর এ দেশে কাজ করলেও তারা ভিসা-পাসপোর্টের ধার ধারেন না। তাদের বেশিরভাগেরই কোনো ওয়ার্ক পারমিট নেই। এ নিয়ে সরকারের কোনো মাথাব্যথাও নেই। বছরের পর বছর তারা এ দেশে থাকছেন, আসছেন-যাচ্ছেন। পাচার করে নিচ্ছেন কোটি কোটি টাকা। তারাই অর্ডার আনছেন, এলসি খুলছেন, মালামাল কিনছেন, কোয়ালিটি কন্ট্রোল করছেন, শিপমেন্ট দিচ্ছেন। মালিকের সঙ্গে বনিবনা না হলে তারাই আবার কৌশলে ডুবিয়ে দিচ্ছেন পুরো প্রতিষ্ঠান। শ্রমিক অসন্তোষ বাঁধিয়ে কারখানা বন্ধ করে দিচ্ছেন। এরপর কৌশলে বিক্রি করে দিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূতদের কাছে। হাজার হাজার কোটি টাকা বিনিয়োগে ৩০ বছরের তিলে তিলে গড়ে ওঠা এ শিল্প এখন ভারতীয়দের হাতে পণবন্দী হয়ে পড়েছে। -

Click this link

বিষয়: বিবিধ

১০৩২ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

196696
২৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১০
শেখের পোলা লিখেছেন : অপেক্ষা করুন, সারা দেশটাই তাদের হতে যাচ্ছে৷ ওরাতো পাকিস্তানের কাছে যুদ্ধ করে এদেশ জিতে নিয়েছে৷ দলিল পত্রে তাই বলে৷ ভাবিতে উচিৎ ছিল প্রতিজ্ঞা যখন৷ আমরা ভেবেছিলাম, প্রতিবাদ করে ছিলাম, তাই আজ আমাদের জন্য রশী তৈরী হয়েছে৷
২৪ মার্চ ২০১৪ সকাল ১০:৫৩
147029
আমি মুসাফির লিখেছেন : আপনাদের উপলব্ধি তো সত্য ছিল এখন সাম্রাজ্যবাদী ও তাদের দোসরকে আজ নতুন প্রজন্ম চিনতে পেরেছে কিন্তু ্এর বিরুদ্ধে তীব্র আন্দোলন যদি না করা যায় তাহলে সমুহ বিপদ সামনে।
ধন্যবাদ
196709
২৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
সন্ধাতারা লিখেছেন : I do agree with you, we need to raise our voice to make people aware only thing we can do. Keep writing.
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৪:২২
147175
আমি মুসাফির লিখেছেন : অবশ্যই আমাদেরকে শোর তুলতে হবে সমাজের সকল দিক থেকে। আপনার মন্তব্যে উতসাহিত হলাম।
ধন্যবাদ।
197106
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৪:২২
আমি মুসাফির লিখেছেন : অবশ্যই আমাদেরকে শোর তুলতে হবে সমাজের সকল দিক থেকে। আপনার মন্তব্যে উতসাহিত হলাম।
ধন্যবাদ।
202070
০৩ এপ্রিল ২০১৪ দুপুর ০২:২৫
আহ জীবন লিখেছেন : আসুন নিজেকে তৈরি করি যুক্তি, বুদ্ধি, ঈমান, দেশপ্রেম এবং শারীরিক ভাবে। নিজে যাতে কোন ভাবেই বুঝে না বুঝে দেশকে ধ্বংসের দিকে না ঠেলে দিই। আমরা তো এ দেশেরই সন্তান।
০৩ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১২
151706
আমি মুসাফির লিখেছেন : সহমত। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File