ইসলামী জীবন দর্শনের ভিতরের এবং বাইরের নারীদের খন্ড জীবনচিত্র ।
লিখেছেন লিখেছেন আমি মুসাফির ২২ মার্চ, ২০১৪, ০২:৪৫:০৪ দুপুর
ইসলাম সর্বকালের মানুষের জন্য মহান আল্লাহ্ প্রদর্শিত জীবন দর্শন, জীবনাদর্শ ও পথ নির্দেশিকা। মানবতার কল্যাণ ও মুক্তি ইসলামেই নিহিত। তাই ইসলাম জীবনাদর্শের ভিত্তিতে গড়ে ওঠা সমাজ ও সভ্যতাই প্রকৃতপক্ষে সুস্থ সমাজ ও সুষ্ঠু সভ্যতা। যার উদাহরণ এই
আবার ....
ইসলামী জীবন দর্শনের বাইরে মানুষের মনগড়া মতাদর্শের ভিত্তিতে যুগে যুগে দেশে দেশে যে সকল সমাজ ও সভ্যতা গড়ে উঠেছে সে সকল সমাজ ও সভ্যতা কোন ক্রমেই কল্যাণমুখী সমাজ ও সভ্যতা হতে পারেনি। বরং হয়েছে প্রকৃতি বিরোধী, বিকৃত ও মানবতা ক্ষয়িষ্ণু সভ্যতা। যেমন দেখুন এই চিত্রে ....
প্রাগৈতিহাসিক কালের আদ, সামুদ, লুত ও ফেরাউনী সভ্যতা, ঐতিহাসিক যুগের গ্রীক, রোম, পারস্য ও ভারতীয় সভ্যতা এবং বর্তমান যুগের বস্তুবাদী পাশ্চাত্য সভ্যতা খোদাবিমুখ মানবতা বিরোধী বিকৃত সভ্যতারই উদাহরণ।
বিকৃত ও ভ্রষ্ট সভ্যতার একটি সবচেয়ে বড় উপাদান হল নগ্নতা ও বেহায়াপনা, যা নারী জাতির সতীত্বের অবমাননা করে। এটা মূলতঃই শয়তানী কাজ। অধুনিক বস্তুবাদী সভ্যতা নারী-পুরুষের সমতার নামে পুরুষের সকল অংগনে নারীকে টেনে এনে যেমন মাতৃত্বের সঠিক দায়িত্ব থেকে তাকে সরিয়ে রাখতে চাচ্ছে; তেমনি নারী-পুরুষের অবাধ মেলামেশার সুযোগ দানের দ্বারা গোটা মানব সভ্যতাকেই একটি ভ্রষ্ট পাশবিক সভ্যতায় পরিণত করতে চাচ্ছে।
দেখুন মুসলিম বিশ্ব কিভাবে পাশ্চাত্যের এই ভ্রষ্ট নারীবাদী প্রচারণার শিকার হয়ে নিজ সভ্যতাকে ধ্বংস করছে।
বিষয়: বিবিধ
২২৯১ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাংলাদেশে মনে হয় এরকম কোন কিছু নাই তাই মনে হয় দেন নাই ।
হিজাবি আপুরা দেখি মাঠে বসে ডিসকাস করছে । তাদের কি রিডিং রুম নেই ?
আধুনিক আপুরা কি ফ্ল্যাশ মব খেলছে ?
ধন্যবাদ মন্তব্যের জন্য ।
এখানে নগ্নতার শুপারিশ কেন কেন ?? এটাই সমস্যা।
মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন