"এক পরিবারের এক সদস্যের এক অদ্ভুত বেদনামিশ্রিত অনুভুতি "

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ২১ মার্চ, ২০১৪, ০৭:৫৪:৪৯ সন্ধ্যা



কত মানুষ কত রকমের অভাবে আছে তারই এক দারুন আকুতি।

শুক্রবার মানেই আম্মু শাড়ী পড়বে , ............কারন আব্বু সেদিন বাসায় থাকবে ।

নিজের হাতে রানবে , সকল বেস্ততার মাঝেও, কারন আব্বু

............................................................সেদিন বাসায় থাকবে ।-

আমাদের সবাই কে বোকবে গোসল ......নামাজ ...তারাতারি শেষ করতে কারন .........................................................সেদিন আব্বু বাসায় থাকবে ।

রান্না শেষে ......গোসল করে .... শাড়ি পরে বের হবে...... তাড়াহুড়া করে শাড়ীর পাড় ঠিক করতে করতে কাজের লোকদের জিজ্ঞেশ করবে .......“ কি টেবিল গুছানো কত্তদুর...সালমানের আব্বা চলে আসবে তো .....”।

আমি অবাক হয়ে ভাবতাম...সাধারণত যে মানুষটাকে ধরে শাড়ী পরানো যায় না...সে এতো বেস্ততার মাঝেও সেদিন কেন এতো কস্ট করে শাড়ী পড়ে । এখন বুঝি কারণ..................................................সেদিন যে আব্বু বাসায় থাকবে ।

দেড় বছরের উপরে হবে......আব্বু বাসায় থাকে না......আম্মুও আর শাড়ি পরে না.........

সেদিন আব্বু এরেস্ট হবার পর........দেড় বছর পর আম্মু প্রথম শাড়ী পরল........কিছু মেহমান আসবে তাই....ছোট ভাবি কিছুটা জোর করেই পরালো ।..আমি অবাক হয়ে আম্মুকে দেখলাম ...... খুব ভাল লাগলো.....আমার সুন্দরি মা কে আরো সুন্দর লাগলো হাল্কা বাদামি রঙের মাঝে নীল রঙের বাটিক করা শাড়ীটাতে ...... অসাধারাণ !

কিন্তু কোথায় জানি একটা চাপা কস্ট অনুভব করলাম................................... “ আজ যে আব্বু নাই বাসায় ! ”

আপনারাই বলুন এ চাপা ক্ষোভ নিভাবে কেমনে ?

বিষয়: বিবিধ

১২৮২ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

195802
২১ মার্চ ২০১৪ রাত ০৮:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : জবাবহীন।
মন্তব্যহীন।
ধন্যবাদ শুধু
২১ মার্চ ২০১৪ রাত ০৮:০৩
145980
আমি মুসাফির লিখেছেন : আমি যে কি বলে াাপনাকে অভিবাদন করব তাও বলতে পারছি না।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
195813
২১ মার্চ ২০১৪ রাত ০৮:১৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : খুব কষ্ট লাগলো। দু'আ করি মহান প্রভু আল্লাহ'র কাছে যাতে আপনার আব্বুকে তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরিয়েদেন। Praying Praying আর আপনাদেরকেও ধের্য্য ধরার তৌফিক দেন। আমীন।
২২ মার্চ ২০১৪ সকাল ১১:০৯
146180
আমি মুসাফির লিখেছেন : আপনার দোয়া মহান আল্লাহ কবুল করুন। আমীন।
195819
২১ মার্চ ২০১৪ রাত ০৮:২২
আমরা মুক্তমনা লিখেছেন : খুব কষ্ট লাগলো
২২ মার্চ ২০১৪ সকাল ১১:১০
146181
আমি মুসাফির লিখেছেন : কষ্টেরই তো কথা তাই কষ্ট লাগাটাই সাভাবিক।
195825
২১ মার্চ ২০১৪ রাত ০৮:৩১
বিন হারুন লিখেছেন : Straight Face
২২ মার্চ ২০১৪ সকাল ১১:১১
146182
আমি মুসাফির লিখেছেন : ভাষাহীন এবং বাকহীন।
195827
২১ মার্চ ২০১৪ রাত ০৮:৪০
মেঘ ভাঙা রোদ লিখেছেন : খুব কষ্ট লাগলো মুখে ভাষা নেই। Sad Sad
২২ মার্চ ২০১৪ সকাল ১১:১১
146183
আমি মুসাফির লিখেছেন : চোখের পানিই যেন সব কিছউ প্রকাশ করে দেয় বলার অপেক্ষা রাখে না।
195838
২১ মার্চ ২০১৪ রাত ০৮:৫৩
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন :
.....আমার সুন্দরি মা কে আরো সুন্দর লাগলো হাল্কা বাদামি রঙের

সন্তান হয়ে নিজের মা'জননীর গুনাগুন বর্ণনা করতে গিয়ে একসরেশনডা হুনতে কিছুডা পেরেশানী মনে হইছিল। মাথায়ও কেমন যেন একডু গ্যাঞ্জাম লেগে গেলো গা।
২২ মার্চ ২০১৪ সকাল ১১:১২
146185
আমি মুসাফির লিখেছেন : অতি আবেগে বলা কথা খারাপ ভাবে না নেওয়াটাই ভাল ।
195840
২১ মার্চ ২০১৪ রাত ০৮:৫৫
হককথা লিখেছেন : কষ্টকর প্রতিটি মহুর্তের জন্য, প্রতিটি অনুভুতির জন্য, প্রতিটি দীর্ঘশ্বাসের বিনিময়ে আল্লাহ আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দিন, এই দোওয়াটুকু অন্তর থেকেই করছি।
২২ মার্চ ২০১৪ সকাল ১১:১৩
146186
আমি মুসাফির লিখেছেন : আমিও আশা করছি আপনার দোয়া মহান আল্লাহ যেন কবুল করেন।
195850
২১ মার্চ ২০১৪ রাত ০৯:৩০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আল্লাহ পৃথিবীর সকল মজলুমের সহায়ক
২২ মার্চ ২০১৪ সকাল ১১:১৪
146187
আমি মুসাফির লিখেছেন : এই বিশ্বাস দৃঢ় থেকে দৃঢ়তর করতে হবে।
195857
২১ মার্চ ২০১৪ রাত ০৯:৩৭
ইকুইকবাল লিখেছেন : আল্লাহ আমাদের মুক্ত কর
২২ মার্চ ২০১৪ সকাল ১১:১৪
146188
আমি মুসাফির লিখেছেন : মহান আল্লাহ আপনার দোয়া কবুল করুন। আমীন।
১০
195864
২১ মার্চ ২০১৪ রাত ০৯:৪৪
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
আল্লাহ আপনার আব্বুকে দ্রুত মুক্ত করে দিক এই দোয়া করি ।
২২ মার্চ ২০১৪ সকাল ১১:১৫
146189
আমি মুসাফির লিখেছেন : মহান আল্লাহ আপনার দোয়া কবুল করুন। আমীন।
১১
195885
২১ মার্চ ২০১৪ রাত ১০:১৩
বাংলার দামাল সন্তান লিখেছেন : দু'আ করি মহান প্রভু আল্লাহ'র কাছে যাতে আপনার আব্বুকে তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরিয়েদেন। আর আপনাদেরকেও ধের্য্য ধরার তৌফিক দেন। আমীন।
২২ মার্চ ২০১৪ সকাল ১১:১৬
146191
আমি মুসাফির লিখেছেন : হৃদয়ভরা দোয়ার জন্য ধন্যবাদ।
১২
195898
২১ মার্চ ২০১৪ রাত ১০:৩১
নীল জোছনা লিখেছেন : Sad Sad Sad খুব কষ্ট পেলাম
২২ মার্চ ২০১৪ সকাল ১১:১৭
146193
আমি মুসাফির লিখেছেন : এই কষ্ট তা যেন হৃদয় ছুয়ে যায় ।
১৩
196007
২২ মার্চ ২০১৪ সকাল ০৯:০৯
রক্তলাল লিখেছেন : অবশ্যই আপনার আম্মু সুন্দরি এবং গুণবতি নারী। অবশ্যই আপনার আব্বু আর আম্মু দুজনার অনেক কাছের দু'জন মানুষ।

ইনশাল্লাহ আল্লাহ তাদের খুব সুন্দর এবং পবিত্রভাবে একসাথে করবেন। আল্লাহ আপনাদের পরিবারের সবাইকে শান্তি দান করুন।

একটা জিনিষ, এর চেয়েও কঠিন বাস্তবতা অনেকের মেনে নিতে হয়েছে - তাই, আল্লাহর সন্তুষ্টি প্রকাশ কখনো যেন থেমে না যায়।
২২ মার্চ ২০১৪ সকাল ১১:১৮
146194
আমি মুসাফির লিখেছেন : আপনার সান্তানভরা মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File