"শয়তান ব্যস্ত নামাযীদের নিয়ে আর আওয়ামী ব্যস্ত জামাতীদের নিয়ে"

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ১৯ মার্চ, ২০১৪, ১১:৩৯:১৫ সকাল

সহজ কথা যারা বুঝে না, ভাল কাজ যারা করতে জানেনা,যাদের চরিত্র ভাল না, যারা নৈতিক আদর্শ ধারণ করতে জানেনা, যারা বলপ্রয়োগে, হিংসার বশবতী হয়ে চির শান্তির আদর্শ ইসলামকে মনে প্রাণে ধারণ কারী ও প্রতিষ্ঠাকারীদের দমন করে সমাজচ্যুত করতে চায় তাদেরকে মনে রাখা উচিত অতীতে এমন লোকদের কখনও বিজয় হয়নি বরং তারা আস্তাকুড়েতে নিক্ষিপ্ত হয়েছে ।সব কিছু নিয়ন্ত্রণ করেও শেষ রক্ষা হয়নি। তবুও এত নিয়ন্ত্রণ কেন ??

চলিত উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ভারতীয় তাবেদার আওয়ামী লীগ সরকার এর চেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী অনেক অনেক এগিয়ে যেতে পেরেছে জনগণের আকুন্ঠ সমর্থনে।

জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীসহ প্রথম , দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সারির সকল নেতা এবং হাজার হাজার কর্মী আওয়ামী সরকারের বন্দী সালায় বন্দী থাকা সত্ত্বেও এবং রাষ্ট্রীয়ভাবে হাজারো ষড়যন্ত্র করা সত্ত্বেও এদেশের জনগণের ভালবাসা নিয়ে আল্লাহর সাহায্যে জামায়াতে ইসলামী চলিত উপজেলা নির্বাচনে অভুতপুর্ব ফলাফল করেছে। ৩ দফায় আওয়ামী লীগ ১১৮টি এবং জামায়াত ১০৮টি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছে।এই অভুতপুর্ব ফলাফল প্রমান করে আওয়ামীলীগ জামায়াতের নেতাদের বিরোদ্ধে যোদ্ধাপরাধের যে অভিযোগ এনেছে এদেশের জনগণ তা গ্রহণ করেনি।

দেশের বৃহত্তম ইসলামী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি সরকারের কঠোর আচরণ ও মিডিয়ার বৈরী প্রচারণা সত্ত্বেও তৃণমূল পর্যায়ে দলটি ব্যাপক সাফল্য দেখিয়েছে।

জামায়াতে ইসলামীর মতো আদর্শিক সংগঠনকে দেশে বিদেশে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করার হেন প্রচেষ্টা নেই যা করা হচ্ছে না। মিডিয়ায় অব্যাহত ঘৃণা ছড়িয়েও কোনো লাভ হয়নি। জামায়াত নেতাদের সততা চারিত্রিক দৃঢ়তা মানুষের ভালোবাসা অর্জনে সমর্থ হয়েছে। যে কারণে প্রথম পর্বের ৯৭টি উপজেলা পরিষদ নির্বাচনে ১৩টিতে বিপুল ভোটে চেয়ারম্যান ও ২৩টিতে ভাইস চেয়ারম্যান ও ১০টিতে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী। জামায়াতের এই বিজয়ে ক্ষমতাসীন জোটের আক্কেলগুড়–ম হবার জোগাড়। বিভিন্ন মিডিয়া ও প্রচার মাধ্যমে ইতোমধ্যে শুরু হয়েছে নানা মাত্রিক বিশ্লেষণ।

Click this link

বিষয়: বিবিধ

১০১৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

194672
১৯ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আল্লাহ আরো সাহায্য করবেন ইন.....লাহ যারা সৎ পথে রয়েছে তাদেরকে।
১৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৫
145215
আমি মুসাফির লিখেছেন : জামাতীরা যে সত পথে আছে তা আওয়ামীরা ভাল করেই জানে কিন্তু নিজেদের বদ চরিত্রের কারণে তাাদের মুকাবিলা নৈতিকতা ও আদর্শ দিয়ে করতে পারে না তাই এমন বাকা পথে গমন এবং দমন।
ধন্যবাদ মন্তব্যের জন্য ।
194689
১৯ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৬
মাস্তান লিখেছেন : যে যা নিয়েই ব্যস্ত থাকুকনা কেন, আমরা যেন আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার কাজেই ব্যস্ত থাকতে পারি। "অমুককে ঠেকাতে তমুক" এই নীতি বাদ দিয়ে সকল তাগুতকে ঠেকাতে আল্লাহই যতেষ্ট এই মনবল নিয়ে এগুতে পারি এমন দোয়াই করুন আল্লাহর দরবারে। Praying
১৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৭
145216
আমি মুসাফির লিখেছেন : এমন দোয়াতো অবশ্যই করি এবং তা করতেই হবে আপনার এই পরামর্শের জন্য অনেক ধন্যবাদ।
194766
১৯ মার্চ ২০১৪ বিকাল ০৪:২১
মেঘ ভাঙা রোদ লিখেছেন : জামায়াতে ইসলামীর মতো আদর্শিক সংগঠন। তারা কার আদর্শ ফলো করে? মুহাম্মদ (স.) এর নাকি মওদুদীর?
১৯ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪৪
145234
আমি মুসাফির লিখেছেন : তাদের দেখে আপনার কি মনে হয় তারা কোন ইসলাম বিরোধী কারো মতবাদ বা আদর্শকে অনুসরণ করে । লোকে বলে তা নিয়ে নয় নিজে যাচাই করে দেখুন তারা কাকে অনুসরণ করে ।
ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File