"পাবনার ২টি উপজেলা ও ঝিনাইদহের ১টি উপজেলার জনসাধারণ একি কাজ করল "!!!

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ২০ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:৫৪:৩৩ সন্ধ্যা

এত মিথ্যা অপবাদ এত মিথ্যা প্রচারনা কোন কিছুতেই যেন কাজ হলো না।

" জামায়াতের তেলেসমাতি আর জনতার রাজাকার প্রীতি যেন আওয়ামীদের ও বাম ঘরানাদর গালে সজোরে চপেটাঘাত করল"

পাবনার ২টি উপজেলা ও ঝিনাইদহের ১টি উপজেলায় জামায়াত পূর্ণ প্যানেলে বিজয়ী।

রাজাকাররা পাশ করবে ভালো কথা, তাই বলে কি একেবারে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, মহিলা ভাইস-চেয়ারম্যান সহ সকল পদেই পাশ করতে হবে?

জনগণ যে সব রাজাকার হইয়া গেল।

চেতনাদারী আর জাতীয়তাবাদীদেরকে কি একটা পদও দেয়া যায় নি?

হাজার স্যালুট পাবনা, ঝিনাইদহ আর বগুড়ার রাজাকার জনতাকে।



বিষয়: বিবিধ

১৩৬২ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

179900
২০ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
২০ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
132882
আমি মুসাফির লিখেছেন : আওয়ামী ভারতীয় এক নং পন্য তাই ভারতীয় এই পন্য বর্জন করা আমাদের সকলের কর্তব্য হইয়া দাড়াইছে । আমলীগকে না বললাম।
179902
২০ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
বিন হারুন লিখেছেন : যে মায়ের ভালবাসা উৎলে পড়ে মনে করতে হবে ইনি সৎ মা, চেতনা যদি উৎলে পড়ে বুঝে নিতে হবে আওয়ামিলিগ
২০ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০২
132883
আমি মুসাফির লিখেছেন : আওয়ামীদের চেতনা এত বেড়েছে যে রাস্তা বন্ধ করে শাহবাগে মঞ্চ বানাইয়া তা যাহির করেছিল তার ফল এখন পাচ্ছে। আরো পাবে। ধন্যবাদ মন্তব্যের জন্য।
179903
২০ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০০
সিটিজি৪বিডি লিখেছেন :
ধন্যবাদ
২০ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
132885
আমি মুসাফির লিখেছেন : আপনাকেও অশেষ ধন্যবাদ।
179907
২০ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেশটাই রাজাকার হতে যাচ্ছে
২১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৫
133140
আমি মুসাফির লিখেছেন : এটাতো সুখবর!!! কারণ আওয়ামী মুক্তিযোদ্ধা ও তাদের চেতনা দেখা হয়ে গিয়াছে তাদের নিক্রষ্টতম কাজও সকলের চোখে পড়েছে তাই সবাই এখন আওয়ামী দের দেয়া উপাধি রাজাকারদের দিকেই ঝুকবে এটাই স্বাভাবিক।

অনেক ধন্যবাদ।
179908
২০ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
সুমন আখন্দ লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
২১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৮
133143
আমি মুসাফির লিখেছেন : আপনার ভাল লাগার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ্
179939
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২৬
শিকারিমন লিখেছেন : জামাত ইসলামের এতে বেশি খুশি হার কিছুই নাই ,
দল টা কিন্তু আওয়ামিলিগ।
২১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২০
133145
আমি মুসাফির লিখেছেন : খুশী হবার কিছু না হলেও আওয়ামী লীগের আপপ্রচারে যে তাদের জনপ্রিয়তা বেড়েছে এটাই অনেক।
179961
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৫
শিশির ভেজা ভোর লিখেছেন : এসব জেলায় জামাত শিবির বরাবরই বেশ তাই এদের জয় নিয়ে বেশী লাফালাফি করা উচিত নয়।
২১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২২
133147
আমি মুসাফির লিখেছেন : আমার কথা হলো আওয়ামী লীগ তাদের সব প্রচার যন্ত্র এবং তাদের মেধা মনন নিয়ে জামাতের উপর যেভাবে প্রচার প্রপাগান্ডা চালিয়েছে তাতে তো জনগণ যে তেমন কর্ন্পাত করেনি সেটাই বিবেচ্য।
179966
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০২
বাংলার দামাল সন্তান লিখেছেন : সবই মহান আল্লাহ পাকের কুদরত!
২১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৪
133148
আমি মুসাফির লিখেছেন : মাঠে ময়দানে ইসলামের দুশমনদের মুকাবিলায় জামাতের এই অবস্থানকে মহান আল্লাহ খুশী হয়েছে বলেই মনে করি। তা্ আমিও শুকরিয়া আদায় করি।
179967
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৩
শেখের পোলা লিখেছেন : স্যালুট আমিও জানাই৷
২১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৫
133149
আমি মুসাফির লিখেছেন : স্যালুট জানানোর জন্য আমিও আপনাকে স্যালুট জানাই৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File