জানতে পারলাম প্যাইনাল কর্ডে টিউমার, ব্যয়ভারে অক্ষম সাবেক সেনা প্রধান জেনারেল মঈন ইউ আহমেদ মৃত্যু পথযাত্রী ।
লিখেছেন লিখেছেন আমি মুসাফির ১৪ জানুয়ারি, ২০১৪, ০১:০৪:১৩ দুপুর
*****************************************************
যিনি দেশ ও তার সার্বভৌমত্ব আর দেশের মানুষের সাথে মিরজাফরী করে ভারতের কাছে অলিখিতভাবে বিক্রী করে দিয়েছিল সাবেক সেনা প্রধান জেনারেল মঈন ইউ আহমেদ অথচ সেনা প্রধান হিসাবে যেটা রক্ষাই ছিল তার ধর্ম।
যিনি ভারতের নির্দেশে সেনা সদরে "র" এর এজেন্ট ঢুকিয়ে, দেশটাকে লন্ড-ভন্ড করে, রক্তের বন্যা বইয়ে দিয়ে তারই অধীনস্ত চৌকস, দেশপ্রেমিক ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করে দেশের সাথে মস্তবড় বেঈমানী করেছিল লোভে পড়ে সাবেক সেনা প্রধান জেনারেল মঈন ইউ আহমেদ ।
যিনি শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দেশের ধর্মপ্রাণ মানুষকে হত্যা করতে, দেশের স্বার্থ ভারতের হাতে তুলে দিতে এতটুকু দ্বিধা করেনি তার পরিণতি এখন কি তা সে নিজেই তার জীবন দিয়ে উপলব্ধি করছেন সুদুর আমেরিকায় বসে।
আমি মনে করি তার মত ইবলিশকে যদি আল্লাহ দুনিয়াতেই তার পাপের শাস্তির নমুনা না দেখান তবে আল্লাহর উপর থেকে সাধারণ মানুষের বিশ্বাস কমে যাবে তাই হয়ত মহান আল্লাহ এই বাংলার মাটিতে ৭১ এর পর থকে যত পাপি মানুষ ছিল তাদের মধ্যে সর্বোচ্চ পাপী সাবেক সেনা প্রধান জেনারেল মঈন ইউ আহমেদকে এই চরম শাস্তি দিছ্চে।
আমি অভিষাপ দিচ্ছি এই সাবেক সেনা প্রধান জেনারেল মঈন ইউ আহমেদ যদি টাকার লোভে তার পরবর্তী প্রজন্মের সুখের জন্য এসব করে থাকে তাহলে তারাও যেন ধ্বংস হয়ে যায়, পথের ভিখারি হয়ে যায় এবং তার মত দেশদ্রোহী, বেঈমান, বিশ্বাস ঘাতকের বংশধরকে আল্লাহ যেন এই জমিনে না রাখেন, নির্বংশ করে দিক তার বংশকে কারণ একবারও এই সাবেক সেনা প্রধান জেনারেল মঈন ইউ আহমেদের বুকটা কাঁপে নাই ১৬ কোটি মানুষের সাথে, দেশের সাথে, সার্বভৌমত্বের সাথে ইসলামের গাদ্দারী করতে ।
বাকী শাস্তিতো রইল আল্লাহর কাছে যা পরকালে দিতে হবে।
তবে তার অসুস্থতার কথার সত্যতা কতুটুকু আপনারা অনুসন্ধানের মাধ্যমেই জানতে পারবেন। এমন ঘাতকদের এমনই হবে এটাই সকলরে আশা এবং যুগে যুগে এমনই ঘটেছে।
বিষয়: বিবিধ
২৩০৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্যের জন্য ধন্যবাদ
অশেষ ধন্যবাদ মন্তব্য করার জন্য ।
ধন্যবাদ।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।
আল্লাহ তুমি তাকে সুস্হ করে তুলো ।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন