জানতে পারলাম প্যাইনাল কর্ডে টিউমার, ব্যয়ভারে অক্ষম সাবেক সেনা প্রধান জেনারেল মঈন ইউ আহমেদ মৃত্যু পথযাত্রী ।

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ১৪ জানুয়ারি, ২০১৪, ০১:০৪:১৩ দুপুর



*****************************************************

যিনি দেশ ও তার সার্বভৌমত্ব আর দেশের মানুষের সাথে মিরজাফরী করে ভারতের কাছে অলিখিতভাবে বিক্রী করে দিয়েছিল সাবেক সেনা প্রধান জেনারেল মঈন ইউ আহমেদ অথচ সেনা প্রধান হিসাবে যেটা রক্ষাই ছিল তার ধর্ম।

যিনি ভারতের নির্দেশে সেনা সদরে "র" এর এজেন্ট ঢুকিয়ে, দেশটাকে লন্ড-ভন্ড করে, রক্তের বন্যা বইয়ে দিয়ে তারই অধীনস্ত চৌকস, দেশপ্রেমিক ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করে দেশের সাথে মস্তবড় বেঈমানী করেছিল লোভে পড়ে সাবেক সেনা প্রধান জেনারেল মঈন ইউ আহমেদ ।

যিনি শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দেশের ধর্মপ্রাণ মানুষকে হত্যা করতে, দেশের স্বার্থ ভারতের হাতে তুলে দিতে এতটুকু দ্বিধা করেনি তার পরিণতি এখন কি তা সে নিজেই তার জীবন দিয়ে উপলব্ধি করছেন সুদুর আমেরিকায় বসে।

আমি মনে করি তার মত ইবলিশকে যদি আল্লাহ দুনিয়াতেই তার পাপের শাস্তির নমুনা না দেখান তবে আল্লাহর উপর থেকে সাধারণ মানুষের বিশ্বাস কমে যাবে তাই হয়ত মহান আল্লাহ এই বাংলার মাটিতে ৭১ এর পর থকে যত পাপি মানুষ ছিল তাদের মধ্যে সর্বোচ্চ পাপী সাবেক সেনা প্রধান জেনারেল মঈন ইউ আহমেদকে এই চরম শাস্তি দিছ্চে।

আমি অভিষাপ দিচ্ছি এই সাবেক সেনা প্রধান জেনারেল মঈন ইউ আহমেদ যদি টাকার লোভে তার পরবর্তী প্রজন্মের সুখের জন্য এসব করে থাকে তাহলে তারাও যেন ধ্বংস হয়ে যায়, পথের ভিখারি হয়ে যায় এবং তার মত দেশদ্রোহী, বেঈমান, বিশ্বাস ঘাতকের বংশধরকে আল্লাহ যেন এই জমিনে না রাখেন, নির্বংশ করে দিক তার বংশকে কারণ একবারও এই সাবেক সেনা প্রধান জেনারেল মঈন ইউ আহমেদের বুকটা কাঁপে নাই ১৬ কোটি মানুষের সাথে, দেশের সাথে, সার্বভৌমত্বের সাথে ইসলামের গাদ্দারী করতে ।

বাকী শাস্তিতো রইল আল্লাহর কাছে যা পরকালে দিতে হবে।

তবে তার অসুস্থতার কথার সত্যতা কতুটুকু আপনারা অনুসন্ধানের মাধ্যমেই জানতে পারবেন। এমন ঘাতকদের এমনই হবে এটাই সকলরে আশা এবং যুগে যুগে এমনই ঘটেছে।

বিষয়: বিবিধ

২৩০৮ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

162387
১৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৩৫
লোকমান লিখেছেন : নিউজ সূত্র নাই। খবর যদি সত্য হয় তবে তার সু্স্থতা কামনা করছি।
১৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৯
116704
আমি মুসাফির লিখেছেন : বিশস্ত সুত্রে জানা তা্ সুত্র দিতে পারিনি । সকলকে কল্যাণ কামনা করার মাঝেই কল্যাণ কিন্তু কিছু কিছু লোক আছে তাদের ধ্বংস কামনা করা উচিত তাদের মাঝে এই মীরজাফর একজন।
মন্তব্যের জন্য ধন্যবাদ
162408
১৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৭
হতভাগা লিখেছেন : এত সহজ শাস্তি কি উনি পেতে পারেন ?
১৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪১
116707
আমি মুসাফির লিখেছেন : যে যেমন কাজ করবেন তার শাস্তিও তো তেমন হবে এটাই স্বাভাবিক।

অশেষ ধন্যবাদ মন্তব্য করার জন্য ।
162431
১৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৩
আহমদ মুসা লিখেছেন : এই কুলাঙ্গার শইয়তান যে আপরাদ করেছে তাকে হাজার বার ফাসিতে লটকালেও তার প্রতি লঘু শাস্তি হবে
১৪ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৩
116717
আমি মুসাফির লিখেছেন : আপনার সাথে ১০০% একমত।

ধন্যবাদ।
162444
১৪ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৮
মুক্তির মিছিল লিখেছেন : এই মিরজাফর যে উদ্দশ্যেই ১/১১ ঘটাক না কেন, তা দেশের স্বাধীনতার বিপক্ষে গিয়েছে। তাই তার অভিশাপ তাকে ভোগ করতেই হবে।
১৫ জানুয়ারি ২০১৪ সকাল ১১:২৫
117002
আমি মুসাফির লিখেছেন : হা ভাই ঠিক বলেছেন । তার প্রাপ্য তাকে পেতেই হবে।

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।
162639
১৫ জানুয়ারি ২০১৪ রাত ০৪:০৯
লাঠীপেটা লিখেছেন : বর্তমান প্রধান মন্ত্রী যে ভাবে এইবার ক্ষমতায় আসলো ঠিক সেইম ফর্মুলা পিংকি খালা তথা জামাত শিবির করেছিলো বাট মইন ও আহমদ সব স্বপ্ন গুলো ধুলার সাথে মিশিয়ে দিলো
আল্লাহ তুমি তাকে সুস্হ করে তুলো ।
১৫ জানুয়ারি ২০১৪ সকাল ১১:২৭
117003
আমি মুসাফির লিখেছেন : যে লোকেরা দেশের দেশের মানুষের সাথে গাদ্দারী করে তাদেরকে সুস্থ্য করার দোয়া না করাই ভাল । আর সে যা করেছে তা প্রমাণত সত্য । হয়ত বিষয়টা বুঝবেন।

ধন্যবাদ।
163623
১৭ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১০
আবরণ লিখেছেন : যুগে যুগে মীর জাফর গং এ ভাবেই সহায় সম্বলহীন অবস্থায় কুকুরের মত মরে।
১৮ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:০৮
118098
আমি মুসাফির লিখেছেন : এটাই প্রকৃতির প্রতিশোধ কিন্তু এই সব মীরজাফরেরা তা বুঝে না। সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File