সংবাদ সম্মেলনে হাসিনার যা বলা উচিত ।

লিখেছেন লিখেছেন আমি মুসাফির ০৬ জানুয়ারি, ২০১৪, ১১:৫৯:৫৬ সকাল



আজকের সংবাদ সম্মেলনে হাসিনা যদি তার উচ্ছিষ্টভোগীদের কথা শুনেন এবং ভারতের এেজেন্ডা বাস্তবায়নের জন্যই পুনরায় ক্ষমতা গ্রহণের অংগীকার করেন তাহলে বড় রকমের ভুলের মাঝে পড়বে।

কিন্তু তিনি যদি এই নির্বাচনের বাস্তবতা মেনে নিয়ে পরবর্তী ২৪শে জানুয়ারীর ২০১৪ এর পর সবার অংশ গ্রহনের আয়োজনের ঘোষণা দেন এবং নির্দলীয় সরকার গঠন করে তার কাছে ক্ষমতা হস্তান্তর করেন তাহলে তার মুখ উজ্জল হবে । তিনি যদি দেশকে এবং দেশের মানুষকে এবং ইসলামকে ভালবাসেন তাহলে সম্ভব।

অপেক্ষায় রইলাম তিনি সংবাদ সম্মেলনে কি বলেন।

বিষয়: বিবিধ

১০০১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159564
০৬ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১৪
সাইদ লিখেছেন : যা বলবেন
১.বিশ্বের ইতিহাসে এত সুন্দর নিরপেক্ষ নির্বাচন কেউ করে দেখাতে পারেনি।আওয়্মিলীগ বলেই আমরা করে দেখিয়েছি।জনগণ শীতের মধ্যেও সব আশংকা দূর করে রাস্তায় নেমে এসে ভোট দিয়েছে।
২.অনেক আঘাত সয়েছি আর নই.এখন থেকে সরকার বিরোধী দেখামাত্রই গুলি করা হবে.
৩.আগামী পাঁচ বছরের মধ্যে স্বাধীনতা বিরোধী সরকার বিরোধীদেরকে দেশ ছাড়া করবো ইনশাআল্লাহ।
কোনটা সত্য বললেন তা মাইক্রোস্কোপ দিয়ে খুজতে হবে আজকের সন্মেলনে।
০৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৭
114164
আমি মুসাফির লিখেছেন : বাংলার মানুষ জানে হাসিনা সত্য বলে না বা বলতে জানেনা তাই তার বক্তব্যে সত্য খুজার জন্য মাইক্রোস্কোপ লাগবে না।

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File