গনহত্যা বা জেনোসাইড এর অর্থ কি ????
লিখেছেন লিখেছেন আমি মুসাফির ২৮ ডিসেম্বর, ২০১৩, ০৫:৪০:১৪ বিকাল
আমরা সাধারণত জানি নিরস্ত্র মানুষের উপর সশস্ত্র হামলা চালিয়ে হত্যা করলে গনহত্যা বলা হয় কিন্তু আজকাল এর অর্থ যেন উল্টে গেছে। কারণ আমরা এখন দেখছি নিরস্ত্র মানুষের উপর সশস্ত্র হামলা চালিয়ে হত্যা করা হচ্ছে ঠিকই তবে বলা হচ্ছে উল্টোটা ।
ইট পাটকেল ছুড়ে মারার ফলে প্রকাশ্যে গুলি চালানো হচ্ছে অথচ এখানে বলা হচ্ছে পিকেটিং ওয়ালারাই গণহত্যা চালাচ্ছে পুলিশের উপর। সরাকরের মিডিয়া এবং মিডিয়া সাংবাদিক কর্মীরা সঠিক কথাগুলো না বলে তাদের ভাড়া করে আনা হয়েছে বলে মনে হচ্ছে ।
তারাও যেন আজ উচ্ছিষ্ট ও অর্থের কাছে বিক্রি হয়ে গেছে । নিজের বিবেক বলে যে বস্তুটি আছে তা যেন বন্ধক রেখে মাঠে ময়দানে কাজ করে নিজেদের আনুগত্যের প্রমাণ দিতেছে অহরহ।
আমি প্রায়ই টকশো গুলোতে দেখি যারা একেবারে সরকারের অনুগত দাস তাদের কেমন পক্ষপাতিত্বমুলক কথা তবে তারা আবার কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ বা উপাধ্যক্ষ বা অধ্যাপক কিংবা সচিব আমলা বা আরো অনেক ডক্টরেট ডিগ্রী ওয়ালা ।
এমন নির্লজ্জ সমর্থন কেমন করে করতে পারে এমন ডিগ্রীধারীরা তা আমার বোধগম্য নয় । তাদের মুখেও শুনা যায় এই গনহত্যার কথা । তারাতো গনহত্যা বিষয় নিয়ে ছাত্রদেরকে পড়ান কিন্তু নিরস্ত্র লোকদের পাখির মত গুলি করে মারা হচ্ছে মানুষের ঘরবাড়ি ভেঙে দেয়া হচ্ছে এসব বিষয়ে তারা নিরব থেকে আক্রান্তদেরকে বলছে এরাই গণহত্যা চালাচ্ছে ।
ছাত্রলীগ যুবলীগ আওয়ামীলীগ অস্ত্র হাতে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদেরকে সন্ত্রসী বলে নিষিদ্ধের প্রশ্ন তোলা হয় না অথচ যাদেরকে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে কোন অস্ত্রই হাতে দেখা যায় না তাদেরকে বলচে জঙ্গী ও সন্ত্রাসী । এসব মানুষের বিবেক কি মরে গেছে ??
আমার প্রশ্ন তাহলে গণহত্যা বলতে কি নির্বিচারে নিরস্ত্র মানুষকে হত্যা না বুঝিয়ে যারা যাদের উপর গণহত্যা চালাচ্ছে এই আক্রান্তরাই কি গণহত্যাকারী ?
মানুষের আজ হয়েছে কি ? এক বিতর্কিত ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য কেন এমন আচরণ ?
বিষয়: বিবিধ
১৭২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন