ছড়া কবিতা
লিখেছেন লিখেছেন তৌহিদ ২১ ডিসেম্বর, ২০১৩, ১১:১৭:৩৫ রাত
খোকা মনি
ধ্রুব তৌহিদ
খোকা মনি ভালো ছেলে
যাই যে সবার কোলে
একটু খানি খেতে পারলে,
হেঁসে, নেচে দোলে।
খোকা মনির দুটি দাঁত
হাঁসলে হয় ফাঁক
ঘুমের ঘরে হাসে শুধু
টিপ দিয়েছে চাঁদ।
বিষয়: বিবিধ
১০৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন