কবিতা

লিখেছেন লিখেছেন তৌহিদ ১৫ ডিসেম্বর, ২০১৩, ১১:০১:৪৫ রাত

এসেছে বসন্ত

ধ্রুব তৌহিদ

আজি এসেছে বসন্ত হিয়া দ্বারে-

নাহি কোন পুষ্প, নাহি কোন ভ্রমর,

তবু যেন অচেনা সুর বাজে

এ হৃদয়ও দ্বারে, বারে বারে।

চারিদিকে ছড়িয়েছে যেন পুষ্পআতর

এ যেন এক নতুন সাজে।

বসন্তের আগুনে শুরু হল ফাগুন-

এ যেন ঋতুর পালাবদল,

জ্বলছে যাহা আকারে দ্বিগুণ।

দিগন্তের দিকে চেয়ে গগন পানে,

হবে আজি কাহারো সাথে মালা বদল।

উষ্ঞ হাওয়ায় উড়ে যায় বকের সারি-

পেয়েছি কাঁটা আজি তোমারি প্রতিদানে।

হিয়ার মাঝে ছন্দ বাঁধা যেন সারি সারি।

আজি এসেছে বসন্ত, নাহি ফিরিব বাড়ি

ভিজিব বসন্তের রিমঝিম বৃষ্টিতে,

আমি মুক্ত, তাই সীমান্ত দিব পাড়ি-

আজি এসেছে বসন্ত, ছুটছি নব বসন্তে।

বিষয়: সাহিত্য

৯৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File