কবিতা
লিখেছেন লিখেছেন তৌহিদ ২৬ নভেম্বর, ২০১৩, ১১:০৭:১৪ রাত
অঙ্কিত ছবি
ধ্রুব তৌহিদ
আমি আঁকি, খোয়াবে তোমার ছবি -
আমি নিশীথে শুধু তোমার কথা ভাবি
দেখেনি, পরিচয় শুধুমাত্র কথা হয়,
নবীন মরুযাত্রী তাই নেই কোন ভয়।
সুন্দর, মিষ্টি, সু-মধুর তোমার কথা -
তাই সারাক্ষণ কথা বলতে ইচ্ছে হয়
যখনি থাকি যেথা।
বাড়ি তোমার কল কল ধ্বনি পদ্মার বাঁকে -
চেয়ে দেখ সন্ধ্যালগ্নে চাঁদ উঁকি দিয়েছে
বাঁশ বনের ফাঁকে।
তোমার নাম বলেছ তুমি রিয়া -
অঙ্কুরিত হয়েছে নব প্রজন্মে মোর হিয়া
যাক-যাক, দিন-রাত সবি যাক,
তবু তুমি সারাক্ষণ আমারি থাক।
বলেছ তুমি তোমার আরেকটা নাম রুমা -
ভুল করে ডেকেছি আমি তোমাকে সোমা
সোমা সে যে - তোমার বড় বোন
বলো আমি তোমার কতটুকু আপন।
বৃহঃপতি মধুপূর্ণিম পর্যন্ত হবে কথা -
তারপর এ হৃদয়ে ছেয়ে যাবে নীল ব্যাথা
মিনতি শুধু তোমার কাছে মোর জন্য,
তুমি আমাকে কখনও করোনা পন্য।
তুমি বলেছ, নও তুমি গুণী -
তবু ফসল ফলায়াছো বীজ না বুনি
সুভাষী কন্ঠে শুনেছি তোমার গান,
নব জাগরণে জাগুক তোমার প্রাণ।
হয়ত কখনও হবে নানা অভিমান -
তাই বলে দিওনা পিছুটান
বুঝেও কখনও না বুঝার করো না ভান,
রেখো তুমি রেখো আমারি মান।
বল, বল তুমি - সত্য বল -
খোল তুমি খোল - মনঃদ্বার খোল
থাকো তুমি থাকো লাজ বেশে
উন্মুক্ত কর শুধু মোরে ভালোবেসে।
তোমার দেশের সংস্কৃতির সেরা কৃষ্টি -
ঢাকায় সেরা তাই বিক্রমপুরের মিষ্টি
প্রকৃতিতে নেমেছে অখনে বৃষ্টি,
মোর অঙ্কিত তোমার ছবিতে সারাক্ষণ দৃষ্টি।
যখনি শরীর হয় পরিশ্রমে ক্লান্ত -
তোমার সাথে কথা বলে হয় শান্ত
কে বলবে বলো, ঘুমপাড়ানি গান,
নব আনন্দে যেতে উঠুক তোমার প্রাণ।
হিয়ায় অঙ্কিত নব যে ছবি -
তার কি কখনও বলো প্রতিচ্চবি
নেই এ বক্ষে শঙ্খা-ভীতু,
শুধু আছে তোমার জন্য প্রীতি।
যখনি পড়বে মনে আমারি কথা -
পড়ে নিও তুমি আমারি কবিতা
প্রতিদিন কথা হয়, হয় তা স্মৃতি,
এখানেই টানিলাম আজি ইতি।
দয়াকরে লাইক দিবেন
বিষয়: সাহিত্য
১১১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন