কবিতা

লিখেছেন লিখেছেন তৌহিদ ২৩ নভেম্বর, ২০১৩, ১০:৩০:৩৯ রাত

হাসি

ধ্রুব তৌহিদ

হাসি, হাসি, হাসি

তোমার ঐ মুখের হাসি -

চন্দ্র, তারা মোনালিসার থেকেও সুন্দর

তোমার ঐ মুখের হাসি।

তোমার ঐ মায়াবী মায়াবী নয়নে

ভালোবাসা জড়িয়ে আছে যতনে।

তোমার রুপের ঝলকে ঝরে আলোর কণা

তাইতো চাঁদ হার মেনেছে উপহার দিয়েছে বীণা।

তোমার মুখের হাসি মিষ্টি, মিষ্টি

এ যেন এক অপরুপা সৃষ্টি।

যে তোমার হাসির মাঝে বেঁচে আছে

হাসি দিয়ে বেঁচে রেখো সারা জীবন ধরে।

তোমার হাসির মাঝে প্রেম খুঁজে পাই

তাইতো আমি প্রেমের কবিতা রচনা করে যাই।

বিষয়: বিবিধ

৪২৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File