আপনারা কোনজনের জন্য দু'য়া করবেন?
লিখেছেন লিখেছেন নিশা৩ ১২ মার্চ, ২০১৪, ০৬:০৯:৩৮ সকাল
খাবার টেবিলে মেয়েকে জিগ্গেস করলাম, "কাল কি স্কুল বন্ধ? কিছু জান?"
ও বলল, "কেউ কেউ বলছিল। হতে পারে।"
তার বাবা জানতে চাইল, "স্কুল বন্ধ কেন?"
বল্লাম, "আট-দশ ফুট তুষার পড়তে পারে। ঝড় আসছে। অনেক ভিজা আর ভারী তুষার নিয়ে। আব্হাওয়াবিদ্দের ভাষ্যানুযায়ী।"
"তাহলে তো অনেক কষ্টের ব্যাপার," তিনি বল্লেন।
সময়টা প্রায় বসন্তকালীন সময় এখানে, আমেরিকায়। তাই প্রতিদিন সবাই সূর্য দেখতে চায়। উষ্ন আবহাওয়া চায়।প্রতিবছরই সবার প্রত্যাশা পূরণ হয়। কিন্ত এবার অন্যরকম। দীর্ঘ শীতের সবটাই ছিল প্রচন্ড ঠান্ডা, তুষার ঝড়, হিমশীতল বাতাসে পরিপূর্ন। যারা শীত ভালবাসে তারাও আজ ক্লান্ত। অতি ঠান্ডায়। সাতদিন স্কুল বন্ধ ছিল। খারাপ আব হাওয়ার জন্য। আমার কাছে স্কুল বন্ধ = ফজরের সময় কাজের জন্য তারাহুড়ো করে প্রস্ততি না নেয়া = উষ্ন কম্বলের নীচে আরামদায়ক সকাল = আল্লাহ্ র রহমত। যেহেতু বাচ্চাদের বাবা তুষার পরিষ্কার করেন তার জন্য এটা কষ্টকর। আমি জোর করলেও আমাকে সাভল দেন না। বরং রাগ করেন। তিনি হঠাৎ বলে বসলেন, "আল্লাহর রহমতে তুষার ঝড় নাও হতে পারে।" আপনারা তো জানেন আমার কাছে আল্লহর রহমত মানে = উষন্ কম্বলের .......।
এখন আপনারা আমাদের কোন জনের উপর আল্লাহর মেহেরবানীর দু'আ করবেন?
বিষয়: বিবিধ
১২৩২ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহর রহমত দুজনের জন্য অবধারিত হোক দোয়া করি।
সকাল ১০ থেকে ৩টা পর্যন্ত কাজ করে আসলাম।
মন্তব্য করতে লগইন করুন