বিশ্বাস-সত্য ঘটনা
লিখেছেন লিখেছেন নিশা৩ ০৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:৫৭:৪৬ সকাল
-গুপ্তধন পেয়েছি, গুপ্তধন!
স্ত্রী পাশের ঘর থেকে শুনলো স্বামির কথা। কিন্ত কাছে গিয়ে জানতে চাইলো না। জিগ্যেস করলো না কি ব্যাপার। ধরে নিল স্বামি মজা করছে।ঘরের মধ্যে কিসের গুপ্তধন? কিন্ত তিনি একই কথা কয়েক বার বল্লেন। নাহ্! এবার যেয়ে দেখতে হয়।
সে এসে দেখে তার স্বামি হাতে একতোড়া টাকা নিয়ে দাড়ানো।পাশে একটা পুরনো হলুদ খাম।
টাকা দেখলে মহিলাদের (সবাই না) যা হয় আর কি! এ নিশ্চই আমার টাকা। দাও আমাকে। স্ত্রী আবদার করলো। এরপর স্বামির হাত থেকে কেড়ে নিতে চাইলো। বিড়াল বাচ্চার মত তার পাশে লাফালাফি করল।যদিও কিছু লাভ হলো না। টাকা ততখনে স্বামির পকেটে।
তিনি বল্লেন, তোমার টাকা হবে কি করে? কত টাকা জান?
-সেটা আমি কি করে জানব?
-আড়াইশ টাকা (ডলার) আছে। নিশ্চই আমি তোমাকে রাখতে দিয়েছি আর তুমি ভুল করে এখানে রেখেছ। এরপর আর কি বলা যায়? তারপর ও বউটা আরো কতখন ঘ্যান ঘ্যান করলো। গুপ্তধন এর অংশি হতে চাইলো।
মজার ব্যাপার ঘটলো তার পরে। আসল গুপ্তধন পাওয়া গেল। যখন স্ত্রী অনুভব করলো তার স্বামি তাকে কতখানি বিশ্বাস করে! ভুল করেও তো তাকে সন্দেহ করলো না। কত মহৎ আর উদার তার অন্তর! সে নিজে একজন সন্দেহপ্রবন মহিলা। জেনেটিক আমদানি। নিজকে অনেক ভাগ্যবতি মনে হলো তার।সত্যি আল্লাহ্ রাব্বুল আলামিন এর এই দানের শুকরিয়া কোনদিন আদায় করা যাবে না।
বিষয়: বিবিধ
১৪২৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন