ভয় ও আশা
লিখেছেন লিখেছেন নিশা৩ ০৪ জানুয়ারি, ২০১৪, ০৪:৪৯:২৯ রাত
কাহ্হার এক নাম যে তোমার ইয়া আল্লাহ্
ভয়ে কাঁপে অন্তর
স্মরন করে গুনাহ্ এর ভারি পাল্লা।
শ্বাস হয়ে আসে সংকুচিত
গুনে গুনে গুনহের জবাব যদি দাও সমুচিত।
রোজ হাশরে নেবে যে কঠিন হিসাব
দুজাহানের মালিক তুমি , কঠিন তোমার প্রতাপ।
জপি মনে ভয়ে অবিরাম
ইয়া যালযালালি ওয়াল ইকরাম।
কি করে পাব যে নাজাত
নসিব হবে কি অদেখা ও জান্নাত?
যখন দুনিয়ার দিকে তাকাই
রংগিন এর মায়ায় নিজেকে জড়ানো পাই।
মায়ার বাঁধন খুলে যখন দেখি
তোমার মমতায় ভুবন ঘেরা, একি!
আরেক নাম যে তোমার রহিম রহমান
মনে পড়লে সহজে নিঃশ্বাস নেয় এ প্রাণ।
সিমাহিন রহমতে ভরেছ এ জিবন
আশার দানাগুলো ধিরে বাড়ে প্রতিক্ষণ।
অনন্ত অসিম তুমি গাফুর ও গাফ্ফার
এ নাম স্মরিলে ভাবি ভাবনা নেই আর।
আশা আর ভয়ের মাঝে দোলে ঈমান
শেষ বিচারের দিনে আল্লাহ্ তুমি দিও পরিএান।
বিষয়: বিবিধ
১২৩৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন