ব্ল্যাক ফ্রাইডে প্রতিদিন

লিখেছেন লিখেছেন নিশা৩ ২৯ নভেম্বর, ২০১৩, ০৯:১৮:২০ সকাল

আমেরিকায় থ্যান্কসগিভিন্গ এর পরবর্তি শুক্রবার ব্ল্যাক ফ্রাইডে নামে পরিচিত। এ দিন অনেক দোকান মধ্য রাতে বা খুব সকালে খোলা হয়। সর্বপ্রথম আসা কাস্টমারদের বিনামুলে্য মুল্যবান কিছু দেয়া হয়। অনেকেই এর জন্য মধ্যরাতের পুর্বেই লাইন ধরে দাড়িয়ে থাকে। এ সময় অনেক জিনিষের মুল্য কমিয়ে দেয়া হয়। ক্রয়-বিক্রয় ও তাই ভাল এদিন।

বিনামুলে্য কিছু পেতে কে না চায়? তাই কষ্ট করে দাড়িয়ে থাকা লোকসনখা কম নয়। যখন মুল্যবান কিছু পাওয়ার কথা মনে হয় তখন আমারো দাড়াতে ইচ্ছে হয়। প্রতিদিন।

যখন আমাদের বরকতময় রব প্রতি রাতে দুনিয়ার আকাশে আগমন করেন। রাতের এক- ত্ তিয়আনশ বাকি থাকতে। তখন

তিনি ডেকে বলেন: কে আছে আমার কাছে দোয়া করার, আমি তার দোয়া কবুল করবো। কে আছে আমার কাছে চাওয়ার, আমি তাকে দান করবো। কে আছে আমার কাছে ক্ষমা চাওয়ার, আমি তাকে ক্ষমা করে দেব। (বুখারি, মুসলিম, তিরমিযি)

বিষয়: বিবিধ

১১৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File