সন্তানদের আদর্শ শিক্ষায় শিক্ষিত করে যথার্থভাবে মানুষ করার জন্য দ্বিগুণ সময় ব্যয় করা প্রত্যেক বাবা-মা'র উচিৎ

লিখেছেন লিখেছেন মুহাং হাসান উল্লাহ-সত্যের সন্ধানী এক তরুণ ৩১ অক্টোবর, ২০১৩, ০৩:২৩:২৩ দুপুর

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

কথায় না বড় হবে কাজে বড় হবে।

মুখে হাসি বুকে বল তেজে ভরা মন,

মানুষ হইতে হবে এই তার পণ।

একটি জাতির মনের মুকুরে দীর্ঘ দিনের লালিত আকাঙ্খার উন্মেষ ঘটেছে কবির কবিতার উল্লেখিত কয়েকটি চরণে। এ আকাঙ্খার সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন আদর্শ শিক্ষা,উন্নত সমাজ ব্যবস্থা,সুশৃঙ্খল পরিবারিক ও পারিপার্শ্বিক অবস্থা। কারণ,শিশুরা অনুকরণ প্রিয়। তারা যা দেখে সেটারই অনুকরণ করতে আরম্ভ করে। শৈশবে তারা যা শিকে,সেটাই তাদের হৃদয়ন্ত্রীতে বদ্ধমূল হয়ে যায়। আর এর প্রভাবে তাদের জীবন বৃক্ষ ফুলে-ফলে ও পত্র-পল্লবে সুশুভিত হয়,অথবা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়।

কিন্তু আমাদের শিশুরা কতটুকুআদর্শ শিক্ষা লাভে সক্ষম হচ্ছে? তাছাড়া আমাদের সামাজিক ও পরিপার্শিক অবস্থাই বা কিরূপ,তা একটু ক্ষতিয়ে দেখা প্রয়োজন নয় কি?

বর্তমানে যে অপসংস্কৃতির সয়লা সয়লাবে প্লাবিত গোটা সমাজ। নগ্ন ম্যাগাজিন ও পত্র-পত্রিকার ব্যাপক ছড়াছড়ি সর্বত্র। বেহায়াপনা ও বেলেল্লাপনার অনুপ্রবেশ ঘটেছে এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে। এসব অবস্থা অবলোকনে শিশুমন বিকৃত,শিশু মস্তিস্ক কলুষিত ও শিশু মেধা ভিন্ন খাতে প্রবাহিত হতে বাধ্য। সুতরাং শিশুদেরকে আদর্শবান করে গড়ে তোলার ক্ষেত্রে বাস্তব পদক্ষেপ গ্রহণ না করলে পরে অনেক ফেরেশানি ভোগ করতে হয়ে।

আজ আমরা সম্পদ আহরণের জন্য কঠোর পরিশ্রম করে থাকি,কিন্তু আম্রা বাবা-মা যাদের জন্য সমস্ত জীবনের কঠোর শ্রমের ফল রেখে যাব,সেই সন্তানদের যথার্থভাবে মানুষ করার জন্য কতটুকু সময় ব্যয় করছি?

আমাদের সন্তানদের যথার্থভাবে আদর্শ মানুষ করার জন্য আমাদের দ্বিগুণ সময় ব্যয় করা উছিৎ. তরুণ বয়সে শিক্ষালাভ করা কষ্টসাধ্য নয়। কিন্তু পরিণত বয়সে মূর্খ থাকা বেদনাদায়ক।

একটা কথা স্বরণ রাখতে হবে,বাচ্চারা অল্প বয়সে যা পায়,বড় হয়ে তাই সমাজকে প্রতিদান দেওয়ার চেষ্টা করে।

শিশু যদি কেবল নিন্দা শুনতে শুনতে বড় হয়,

তবে সে নিন্দা-মন্দ করতেই শিখবে।

আবার যদি প্রশংসা শুনে বড় হয়,

তবে প্রকৃত মূল্য উপলব্ধি করতে শিখবে।

বাড়ন্ত বয়সে শিশুদেরকে সততার মূল্য সম্পর্কে যে শিক্ষা দেওয়া হয় সে শিক্ষা কখনো নষ্ট হয় না।

প্রত্যেক বাবা-মা'র দায়িত্ব হচ্ছে ক্রমাগত ব্যর্থতার শৃঙ্খল ছিন্ন করে আমাদের সন্তানদের সাফল্যের পথ ধরিয়ে দেওয়া।

ছেলেমেয়েদের পছন্দমত বেছে নেওয়ার দায়িত্ব দিতে হবে কিন্তু সেই সঙ্গে তারা যেন সঠিক পথে চলার নির্দেশ ও পায়। তা না হলে বিপদে পড়বে।

বিষয়: বিবিধ

১২৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File