পিতা-মাতার খিদমতের সুফল
লিখেছেন লিখেছেন মুহাং হাসান উল্লাহ-সত্যের সন্ধানী এক তরুণ ০২ নভেম্বর, ২০১৩, ০৫:১৩:১৭ সকাল
একবার বনী ইসরাঈল সম্প্রদায়ের সেরা পয়গাম্বর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দু'আ করলেন,হে আল্লাহ! আমাকে সেই ব্যক্তির সাথে সাক্ষাৎ করিয়ে দিন,বেহেশতে যে আমার সাথে সহচর হবেন। আল্লাহ পাক হুকুম করলেন,শহরের অমুক বাজারে যাও,সেখানে একজন কসাই আছে,সে বেহেশতে তোমার সহচর হবে। হযরত মূসা আলাইহিস সালাম তৎক্ষনাৎ সেখানে গমন করলেন এবং সন্ধ্যা পর্যন্ত সেখানে দাঁড়িয়ে রইলেন। পরিশেষে দেখতে পেলেন যে,ঐ কসাই এক টুকরা গোশ্ত তলের ভিতরে ভরে বাড়ীর দিকে রওয়ানা হয়েছেন। তখন হযরত মূসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন,আপনি কি একজন মুসলমানকে আপনার সাথে স্থান দিতে পারেন? উত্তরে তিনি বললেন,নিশ্চই পারি। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম তার সঙ্গে তার বাড়ীতে পৌঁছলেন। উক্ত কসাই নিজ হাতে গোশ্ত রান্না করলেন এবং রুটি তৈরী করে একজন অত্যন্ত দুর্বল বৃদ্ধা মহিলাকে তৃপ্তি সহকারে খাওয়ালেন। বৃদ্ধা মহিলাটি ওষ্ঠ নেড়ে কি যেন দু'আ করলেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন,আমি বৃদ্ধার ওষ্ঠ নাড়তে দেখেছিলাম। টিনি বলছিলেন,ইয়া আল্লাহ!তুমি আমার স্নেহের পুত্রকে বেহেশতে হযরত মূসা আলাইস সালা-এর সাথী বানিয়ে দাও। এ কথা শুনে হযরত মূসা আলাইহিস সালাম কসাইকে জিজ্ঞাসা করলেন,আপনি যার খিদমত করছেন,তিনি কে? কসাই উত্তর বললেন,তিনি আমার মা। টিনি বিছানা হতে উঠতে পারেন না। আমি প্রত্যহ বাজার হতে ফিরে এসে এভাবে তাঁর খিদমত করে থাকি। হযরত মূসা আলাইহিস সালাম তখন তাকে বললেন,আমি বর্তমান যুগের পয়গাম্বর। আমি সুসংবাদ দিচ্ছি যে,আপনি বেহশতে আমার বন্ধু হবেন।
প্রিয় বন্ধুরাঃ পিতা-মাতার খিদমত করা অপরিহার্য কেননা,তাদের খিদমতের বিনিময়ে কসাইকে আল্লাহ পাক জান্নাত দান করলেন।
বিষয়: বিবিধ
১২৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন