মা'এর বদ দু'আ বিফলে যায় না!
লিখেছেন লিখেছেন মুহাং হাসান উল্লাহ-সত্যের সন্ধানী এক তরুণ ০৬ নভেম্বর, ২০১৩, ১২:২৭:৫৭ দুপুর
হযরত আ'তা বিন ইয়াছার রহমাতুল্লাহি আলাইহি বলেন,একদা কিছু সংখ্যক লোকের একটি দল এক্ত্রে মিলে কোন একদিকে যাচ্ছিল।হাঁটতে হাঁটতে তার এক মাঠে এসে উপস্থিত হলো সেখানে তারা রাত্রি যাপনের উদ্দেশ্যে তাবু টাকিয়ে ঘুমিয়ে পড়লো।এমনি সময় হঠাৎ একটি গাধা বিকট আওয়াযে ডেকে উঠল। এরপর সারা রাত ধরে গাধাটি একই ভাবে থেমে থেমে ডেকেই চললো। যার দরুন তাদের আর ঘুমানো সম্ভব হলো না। সারা রাত তারা অনিদ্রায় কাটিয়ে দিল।
পরদিন ভোরে তারা গাধার খোঁজে বের হলো। কিছু দূর অগ্রসর হয়ে তারা বনের মাঝে একটি কুড়ে ঘর দেখতে পেল,যার ভিতর বয়োবৃদ্ধা একজন মহিলা বসে ছিলেন। তাকে দেখতে পেয়ে তারা প্রশ্ন করল,ওগো বুড়ি মা! আপনার নিকট তো কোন গাধা দেখতে পাচ্ছি না। কিন্তু সারা রাত গাধার বিকট ডাক শুনতে পেলাম,যার কারণে আমরা সারা রাত কেউ ঘুমাতে পারিনি। ব্যাপার কি খুলে বলুন তো?
বৃদ্ধা মহিলা বললেন,আপনারা গাধার ডাক টিকই শুনেছেন। কিন্তু তা প্রকৃত গাধার ডাক নয়,বরং তা আমারই ছেলের গলার আওয়ায। আমার এ ছেলেটি সর্বদা আমাকে এভাবে সম্বোধন করতো ''এই গাধা এই দিকে আয়,এই গাধা ঐদিকে যা।'' আর এটাই ছিল তার নিত্য দিনের আচরণ। এতে আমি অসন্তুষ্ট হয়ে তার জন্য আল্লাহর সমীপে বদ দু'ইয়া করেছিলাম,ফলশ্রুতিতে আল্লাহ পাক তাকে গাধা বানিয়ে দিয়েছিলেন। এখন সে প্রতিদিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত গাধার স্বরে চিৎকার করতে থাকে।
বৃধার মুখে এ কথা শুনে সেই দলের সকলে বললো আমাদেরকে তার নিকট নিয়ে চলুন,আমরা থাকে দেখবো। অতঃপর বৃধা মহিলা তাদেরকে একটি কবরের নিকট নিয়ে গেল। সেথায় গিয়ে তারা দেখতে পেল,সেই লোকটি কবরের ভিতরে রয়েছে। আর তার গর্দানটি হল গাধার গর্দানের মত।
হে বানব সন্তান;পিতা-মাতাকে কখনো কোন কষ্ট দিবে না। তাদের সঙ্গে সর্বদা সদাচরণ করবে।
বিষয়: বিবিধ
১২৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন