নবী মুহাম্মদ সাঃ ঈসা -মুসা আঃ ,রাম-কৃষ্ণ-বৌদ্ধ সহ কারো কোন কুটূক্তি করতে না পারে সে ব্যপারে আইন হওয়া উচিত
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ৩১ অক্টোবর, ২০১৩, ০৩:১৫:২০ দুপুর
আমাদের দেশে একটা পশু হত্যার জন্য আইন আছে, বঙ্গবন্ধুর ছবি না টাঙ্গানোর জন্য আইন আছে, প্রধানমন্ত্রীকে কটূক্তি করার কারনে অস্ট্রেলিয়া থেকে ধরে এনে শাস্তি দেয়া হয়, ফারাবিকে জেলে ভরা হয়, আর আল্লাহর নবীকে গালি দিলে তার জন্য বিচার চাওয়া যাবে না এটা কেমন কথা। ঘৃণা করি ওইসব নাস্তিক দের। সবগুলোকে প্রকাশে ফাঁসিতে চড়ানো হোক। যাতে এই দেশে রাসুল (সঃ) কে নিয়ে কটূক্তি করার দুঃসাহস কেউ না করে ..এমন কি অন্যান্য ধর্মাবল্মবীদের শীর্ষ স্হানীয়দের বেলায় ও { ঈসা -মুসা আঃ ,রাম-কৃষ্ণ-বৌদ্ধ সহ সকল } যাতে কোন কুটূক্তি করতে না পারে সে ব্যপারে ও আইন হওয়া উচিত , ধর্ম যার যার রাষ্ট্র সবার , তা ছাডা এই পর্যন্ত বিশ্বের ইতিহাসে কোন তাওহিদ বাদী ইমানদার মুসলিম বিশ্বের কোন ধর্ম নিয়ে কুটুক্তি করেছেন এমন কোন নজীর নেই ৷. কারন কুটুক্তি করলেই ঈমানের ক্ষতি , এটাই আমাদের ঈমান , এটাই মূল ৷*********** কিন্তু আজকে নামধারী কিছু মুসলিম /অমুসলিম নাস্তিক্যবাদ কে বিশ্বাস করাতেই এমনটি হচ্ছে ৷ আর এর জন্যই দায়ী স্যাকুলারিজম ও এর শিক্ষা ব্যবস্হা ,সুতরাং এ গুলো মুসলিম কে পরিহার করতে হবে
বিষয়: রাজনীতি
১৮৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন