কথা বল কম কম

লিখেছেন লিখেছেন তরবারী ১০ ফেব্রুয়ারি, ২০১৭, ০৫:২৫:৫৭ সকাল

জ্ঞানী জন কথা বলে

কম-কম,কম-কম

আধা জ্ঞানীর খই ফুটে

নাই দম,নাই দম।

অল্প জ্ঞান আছে যার

ফ্যাল ফ্যাল চেয়ে থাকে

আগে পিছে “হয় হয়”

বুঝে না কোন বাঁকে।

আধা জ্ঞানী ভাব ধরে

না জানি কত জ্ঞান !

পদে পদে ধরা খায়

শ্রোতা শুনে অজ্ঞান।

কথা শুনে লাজ পায়

আশেপাশে প্রতিজন

বোধ বুঝি মরে যায়

বেকুব এর নাই মন।

জ্ঞানীজন এক কথায়

কিনে নেয় ধরণী

জ্ঞানের শক্তি কত

বুঝবে কি আধাজ্ঞানী !

বিষয়: Contest_priyo

১৩৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File