মুসলমানদের আমেরিকায় প্রবেশের নিষেধাজ্ঞাকে ইতিবাচকভাবে দেখছি
লিখেছেন লিখেছেন নমানুষ ১০ ফেব্রুয়ারি, ২০১৭, ১১:৫০:৪০ সকাল
২০০১ সালের ১১ সেপ্টেম্বর, আমেরিকার গর্ব টুইন টাওয়ারে হামলা করা হয়। তৎকালীন, বুশ প্রশাসন এজন্য দোষারোপ করে আল কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে।
দোষারোপের সময় হ্যাসট্যাগ লাগিয়ে দেয়া হয় মুসলিম_সন্ত্রাসী, ইসলামী_জঙ্গি ইত্যাদি নামে।
এরপর 'War on terrorism' নামে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো আক্রমণ করে লুটপাট করা হয়।
আমেরিকানদের প্রতিক্রিয়া :
সাধারণত আমেরিকার জনগণরা খুব সহজে কিছু বিশ্বাস করেনা।
টুইন টাওয়ার ধ্বংসের জন্য মুসলমানদের অপবাদ দেবার সত্যায়িতা তারা পরীক্ষা করতে থাকে, দূর থেকে বা কাছ থেকে মুসলমানদের পর্যবেক্ষণের মাধ্যমে।
এর ফলে যা হয়:
→ CNN এর তথ্যমতে, ৯/১১ এর পর থেকে এখন পর্যন্ত প্রায় দেড়(১.৫) মিলিয়নেরও বেশি আমেরিকান ইসলাম গ্রহণ করছে।
→ টুইন টাওয়ার ধ্বংসের পরবর্তী ২ বছরের মধ্যে প্রায় ৩৪,০০০ আমেরিকান ইসলাম ধর্ম গ্রহণ করেন।
→ ২০০১ সালে যে পরিমাণ মুসলমান আমেরিকায় ছিলো বর্তমানে তা বেড়ে দাড়িয়েছে ৫ গুণ!
→ টুইন টাওয়ার ধ্বংসের পূর্ববর্তী সময়ে আমেরিকায় যতগুলো মসজিদ ছিলো বর্তমানে তা দ্বিগুণ। (ASARB)
পবিত্র কুরআনে আমরা দেখতে পাই:
মহান আল্লাহ ফেরাউনকে জানিয়ে দেন তার রাজ্যে এমন এক শিশু জন্মগ্রহণ করবে যা তার ধ্বংসের কারণ।
এ থেকে বাঁচতে ফেরাউন রাজ্যের নবজাতক শিশুদের হত্যা করার নির্দেশ দেয় এবং হাজারো নিষ্পাপ শিশুকে হত্যা করে।
কিন্ত,আল্লাহর প্ল্যান ছিলো ভিন্ন।
তাই,আল্লাহ খোদ ফেরাউনের রাজ প্রসাদে মূসা আ. কে লালন-পালন করালেন এবংঅবশেষে ফেরাউনের ধ্বংস অনিবার্য হলো।
"তারা পরিকল্পনা করে,আল্লাহও পরিকল্পনা করেন।
বস্তত: আল্লাহর পরিকল্পনাই সবচেয়ে উত্তম।"
সূরা আনফাল: ৩০।
'মুসলিমদের ব্যান' করা নিয়ে আমেরিকার বিভিন্ন শহরে পাবলিক এক্সপেরিমেন্ট করা হয়েছিলো।
দেখা গেলো, অনেক অমুসলিমরাও এর তীব্র নিন্দা জানিয়েছেন।
অনেক সময় দেখা গেছে, 'প্রচারে ইসলামের প্রসার' না হয়ে 'অপপ্রচারেই ইসলামের প্রসার হয়েছে'।
অপশক্তিরা যখনই নিজেদেরকে শক্তিশালী মনে করেছে তখনই তারা মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করতে চেয়েছে।
কিন্ত আল্লাহ,অপেক্ষাকৃত কম শক্তিশালী মুসলমানদেরকেই বিজয়ী করেছেন।
আমেরিকায় মুসলমানদের প্রবেশে বাধাদান করার মাধ্যমে তারা যে সফলতা দেখছে হয়তোবা তার মধ্য থেকেই আল্লাহ মুসলমানদেরকে বিজয়ী করবেন;যেহেতু 'আল্লাহর প্ল্যান ভিন্ন' !
"তারা মুখের ফুৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায়।
অথচ আল্লাহ তার আলোকে পরিপূর্ণ করবেন।
যদিও কাফেররা তা অপছন্দ করে।"
-সূরা আত তওবা : ৩২।
বিদ্র: 'ইতিবাচক' মনে করছি মানে এই নয় যে 'সমর্থন' করছি।
(আমেরিকায় মুসলিম ব্যানের প্রতিক্রিয়া)
সাগরদিঘীর পার,সিলেট।
বিষয়: রাজনীতি
৮১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন