লাল সবুজের পতাকা উঁচিয়ে ধরা মহানায়ক ক্ষুদে বিজ্ঞানী আইজ্যাক বারী
লিখেছেন লিখেছেন নমানুষ ০৮ মার্চ, ২০১৭, ০৫:৩৯:৫৯ বিকাল
→৫ বছরে পদার্পণ করার আগে PHD Math এবং Physics দুটোই কম্পলিট করেছেন আমেরিকা প্রবাসী এই বাঙ্গালি।
→ দেড় বছর বয়সে রসায়নের Period Table বা পর্যায় সারণী মুখস্থ করে ফেলেছেন এই ক্ষুদে বিজ্ঞানী।
→ সাক্ষাৎকার দিয়েছেন বিশ্ববিখ্যাত সংবাদ মাধ্যম Voice of America তে।
বিজ্ঞান মহলে সাড়া জাগানো এই বিষ্ময় বালকের মেধার স্বীকৃতি দিয়েছেন সদ্য সাবেক হওয়া মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
চিঠিটিতে ওবামা বলেন, “America need students like you”
বিশ্বের #১ বিশ্ববিদ্যালয় Oxford University ‘র ভিসি লুইস রিচার্ডসন সুবর্নের ৫ম জন্মদিনের অভিবাদন জানিয়ে সুবর্ণকে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ফ্রানকইস হল্যান্ড ও গতকাল (৫ মার্চ) সুবর্নকে জন্মদিনের শুভেচ্ছাসম্বলিত চিঠি পাঠিয়েছেন।
Pennsylvania University ‘র ভিসি ড. এমি গ্যুটম্যান সুবর্নকে চিঠি পাঠিয়ে বলেন, “Our country (USA) is fortunate to have a student like you.”
এই ক্ষুদে আইনস্টাইনকে নিয়ে মাতছে সারা বিশ্ব।
শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা অদূর ভবিষ্যতে সুবর্ণ আইজ্যাকের পুরস্কার ভান্ডারে যোগ হবে ‘নোবেল’ পুরস্কার।
সুবর্ন আইজ্যাক বারীর পিতা জনাব রাশিদুল বারী, আমেরিকার একটা কলেজের গণিতের প্রফেসর।
উনার জন্মগ্রহণ করেন চট্রগ্রামে।
তারপর পাড়ি জমান মার্কিন মুলুকে।
World most celebrated child scientist সুবর্ণ আইজ্যাক পিতৃভূমির টান অনুভব করেন।
মহান একুশে ফেব্রুয়ারির একটা ডকুমেন্টারিতে ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো…’ গানটিতে কম্পিউটারের স্ক্রীনে যতবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভেসে উঠে ততবারই ছবিতে চুমু খেতে দেখা যায় তাকে। ( ভিডিও : https://m.youtube.com/watch?feature=youtu.be&v=mzdSi0Ak87I )
দ্বিঘাত সমীকরণ বা Quadrafc Equation কে এমন সহজভাবে উপস্থাপন করেছেন যে, ভিডিওটি দেখে সহজভাবে এটি শিক্ষা দিচ্ছেন অনেক প্রফেসর।
বিশ্ব বিখ্যাত বিশ্ববিদ্যালয় গুলো এবং নেতৃবৃন্দের কাছ থেকে সুবর্ণের জন্মদিনের শুভেচ্ছা পাওয়ার পরও রাশিদুল বারী(সুবর্ণের বাবা) প্রতীক্ষায় আছেন প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় যেনো সুবর্ণের কৃতিত্বকে মূল্যায়ন করে।
(রাশিদুল বারীর স্ট্যাটাস :
https://m.facebook.com/story.php… )
এবছরের শেষে সুবর্ণ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যোগদান করবে।
দেখার বিষয় তাকে পড়াতে হিমশিম খান কিনা বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা।
সুবর্নকে নিয়ে চ্যানেল ২৪ এর করা একটা ডকুমেন্টারি : https://m.youtube.com/watch?v=RPxuMkDVLjg
আশা করি সুবর্ণ আইজ্যাকের মেধাকে বাংলাদেশ সরকার প্রধানের দৃষ্টিগোচর হবে এবং প্রাচ্যের অক্সফোর্ড জনাব রাশিদুল ইসলামের প্রত্যাশাকে গুরুত্ব সহকারে দেখবে।
কবি সুকান্ত ভট্টাচার্যের কন্ঠে কণ্ঠ মিলিয়ি বলি,
“সাবাস বাংলাদেশ
এ পৃথিবী অবাক তাকিয়ে রয়!”
অবাক তাকিয়ে রবে….
লেখক: শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় মুহসিন হল,ঢাবি।
বিষয়: আন্তর্জাতিক
৮১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন