পরিকল্পনা হোক সুদুর প্রসারী
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৮ মার্চ, ২০১৭, ০৫:৫৫:৪৩ বিকাল
শস্য-শ্যামলা, নদীমেখলা প্রিয় জন্মভূমি বাংলাদেশ প্রতিটি বাঙালির হৃদয়ের অবিরাম স্পন্দনে লালিত এক একান্ত, অনন্য অনুভূতি। অমিত সম্ভাবনাময় এদেশের রয়েছে কিছু অনিবার্য সীমাবদ্ধতা। কিন্তু দুর্বার বাঙালি অপরিসীম মমত্ত্ব, নিষ্ঠা, আন্তরিকতা আর সুদূরপ্রসারী পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করে প্রতিনিয়ত সকল প্রতিকূলতাকে অতিক্রম করে স্বনির্ভরতার লক্ষ্য অর্জনে নিরলসভাবে শ্রম দিয়ে চলেছে আবহমান কাল থেকেই। তবে নৈরাশ্যের ক্রান্তিকাল অতিক্রম করে দেশের রাষ্ট্রক্ষমতায় এখন ঐতিহাসিক মুক্তিযুদ্ধের অনির্বান চেতনার ধারক স্বাধীনতার স্বপক্ষের শক্তি। জনকল্যানে দায়বদ্ধ এই সরকার জাতির জনকের সোনার বাংলা বিনির্মানের অসমাপ্ত স্বপ্নপূরণে প্রতিনিয়ত নানা যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছে। সরকারের আন্তরিক কর্মপ্রচেষ্টার কল্যানে অব্যাহত উন্নয়নে বাংলাদেশ আজ বিশ্বের চলমান বিষ্ময়ে পরিণত হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের ভবিষ্যত প্রজন্মের কল্যান নিশ্চিতে সরকার এবার দেশের কৃষি জমি সুরক্ষায় আইন প্রণয়নের সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করছে। কেননা কৃষি জমি রক্ষা করা না গেলে ক্রমবর্মমান বিপুল জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে ব্যর্থ হয়ে ভবিষ্যতে দেশ খাদ্য সংকটে পড়বে। মিথ্যা হয়ে যাবে দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার ক্ষেত্রে বর্তমানে অর্জিত সাফল্য। ক্রমবর্ধমান জনসংখ্যার আবাসন ও কর্মসংস্থানের চাহিদা পূরণে শিল্পায়ন ও নগরায়নের কারণে প্রতিনিয়তই কৃষি জমির উপর চাপ বাড়ছে। কিন্তু মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্য উৎপাদনেরও কোন বিকল্প নেই। সার্বিক পরিস্থিতি মোকাবেলায় দেশের কৃষি জমির সুরক্ষায় গ্রাম পর্যায়ে পরিকল্পিত আবাসন গড়ে তোলার সময়োপযোগী উদ্যোগ নিতে চলেছে সরকার। পাশাপাশি অচিরেই দেশব্যাপী অনুর্বর জমিতে শিল্পকারখানা স্থাপন, অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, কৃষিজমির জোনিংম্যাপ প্রস্তুত করাসহ বেশ কিছু সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সরকারের এই সকল সুদূরপ্রসারী ভাবনাই নিশ্চিত করবে দেশের অব্যাহত অগ্রযাত্রা। যোগ্য নেতৃত্বের নানা সময়োপযোগী সুদূরপ্রসারী সিদ্ধান্তে বাঙালি জাতির মাঝে আজ যে অবিশ্বাস্য জাগরণ সূচিত হয়েছে, নানাবিধ সাফল্যে সর্বক্ষেত্রে যে বিষ্ময়কর অগ্রগতি তাতে সামগ্রিক বিচারে বাংলাদেশের পথে-প্রান্তরে এখন জাতির জনকের সেই ঐতিহাসিক বক্তব্যের অনুরণন – "দাবায়া রাখতে পারবা না'। সরকারের সুদূরপ্রসারী ভাবনা আর জাগ্রত জনতার দুর্নিবার কর্ম স্পৃহার যুগলবন্দীতে সোনার বাংলার স্বপ্নপূরণ হবে অচিরেই। বাংলার জয় হবেই হবে, এ এক অনিবার্য সাফল্য – যোগ্য নেতৃত্বের সুদূরপ্রসারী ভাবনার ফসল।
বিষয়: বিবিধ
৭৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন