মুসলিম নয় কাফের
লিখেছেন লিখেছেন তরবারী ২৯ অক্টোবর, ২০১৬, ০৮:০০:৪০ রাত
মুসলিম তুমি গায়ের জোরে
প্রমাণ করো বিশ্ব
চলনে বলনে নজির নাই
ঔদ্ধত্য অবিশ্বাস্য।
নামায নেই,কালাম নেই
নেই কোন আল্লাহ্ ভীতি
চোখে যা পরে সব দেখি
মুশরিকের রীতিনীতি ।
মূর্তি ভাঙতে জাতির পিতা
এসেছিল কুঠার হাতে
সেই সন্তান মুসলিম তুমি
গড়ো মূর্তি নিজ হাতে!
ইসলাম তোমায় এলার্জি দেয়
অনেক নিয়মে আপত্তি
সর্ব ধর্মে মন বিগলিত
মুসলিম পরিচয়ে বিপত্তি।
বলে যদি কেউ করছো অন্যায়
মানতে হবে পাই পাই
খেঁকিয়ে উঠো কুকুরের ন্যায়
যেন মারবে কিছু ঘাই।
ঈদের পাঞ্জাবী কার কত দামী
কাফনের কাপড় কত
সিন্নি,ফিরনী কত খাওয়াবে
এই তোমার ইসলাম যত!
পর্দা,শ্লীলতার খবর নেই
তাহাজ্জুদের যত খবর
কে বলে তোরে মুসলিম ওরে
দিলেই শুধু কবর।
জন্মে যদি হত মানু মুসলিম
নবীর জন্ম কোথায়!
মুসলিম ঘরে জন্ম নিয়েও
রুশদি নেইতো খাতায়!
ধর্মের ব্যাপারে বড়ই উদার
জানাজার ব্যাপারে নয়
মুসলিম নয়,মুনাফিক তুমি
এই তো পরিচয়।
বিষয়: বিবিধ
৮৪৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যান।সুন্দর কবিতা।
মন্তব্য করতে লগইন করুন