বই........

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২৯ অক্টোবর, ২০১৬, ০৭:২৩:৪৭ সন্ধ্যা
ইচ্ছে করে বইয়ের মধ্যে ডুবে থাকি
সারাক্ষণ বই-ডায়েরী সঙ্গে রাখি।
ইচ্ছে করে লেখালেখিতে যুক্ত থাকি,
নিঠুর সময় খালি আমায় দেয় যে ফাঁকি।
বই বড় বন্ধু আমার কেবল মনে হয়,
বিদ্যাহীন মানুষ তাই পশুর তুলনীয়।
-----
লেখার মাঝে চাই যে কেবল হারিয়ে যেতে
নিবিড় সান্নিধ্য হোক, কেবল বইয়ের সাথে।
বই-ই গড়ে এই ভুবনে প্রেমের বাগান,
শুধু বইয়ের সাথে হোক ভাবের আদান।
প্রজন্মের সাধনা হোক, কেবল বই পড়ায়
এসো বন্ধু! জ্ঞানের দ্বারে স্বাগত জানাই।
====
বিষয়: সাহিত্য
৯২০ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"বইপোকা" ও "উইপোকা" প্রায় সমগোত্রীয়
যদি ["উইপোকা"র মত] হাতের কাছে সবকিছুই "বইপোকা"র-ও খাবার হতো!!!
প্রচুর বই আছে । দেইখ্যা লন , বাইছ্যা লন।
কাব্যিক সম্ভারে বই পাঠের ও বইকে ভালোবাসার দারুণ অনুভূতিমূলক লিখা।
খুবই ভাল লাগলো।
জাজাকাল্লাহু খাইর।
পরম শ্রদ্ধেয় ভাইয়া! (আল্লাহু আকবর) বেশি বলে ফেলেছেন!!!!!
আপনার প্রতিটি মন্তব্যই একদম ইউনিক এবং অনুপ্রেরণার উদ্রেককারী। আল্লাহ আপনার প্রতি এবং আমাদের সকলের প্রতি রহমশীল হউন। আমিন।
মন্তব্য করতে লগইন করুন