বই........Good Luck Good Luck Good Luck

লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ২৯ অক্টোবর, ২০১৬, ০৭:২৩:৪৭ সন্ধ্যা



ইচ্ছে করে বইয়ের মধ্যে ডুবে থাকি

সারাক্ষণ বই-ডায়েরী সঙ্গে রাখি।

ইচ্ছে করে লেখালেখিতে যুক্ত থাকি,

নিঠুর সময় খালি আমায় দেয় যে ফাঁকি।

বই বড় বন্ধু আমার কেবল মনে হয়,

বিদ্যাহীন মানুষ তাই পশুর তুলনীয়।

-----

লেখার মাঝে চাই যে কেবল হারিয়ে যেতে

নিবিড় সান্নিধ্য হোক, কেবল বইয়ের সাথে।

বই-ই গড়ে এই ভুবনে প্রেমের বাগান,

শুধু বইয়ের সাথে হোক ভাবের আদান।

প্রজন্মের সাধনা হোক, কেবল বই পড়ায়

এসো বন্ধু! জ্ঞানের দ্বারে স্বাগত জানাই।

====

বিষয়: সাহিত্য

৯০২ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379261
২৯ অক্টোবর ২০১৬ রাত ০৯:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একদম আমার মনের কথা। সবসময় বই এ ডুবে থাকতে ইচ্ছা হয়।
০৪ নভেম্বর ২০১৬ সকাল ১১:১৪
314149
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ সবুজ ভাই।
379263
২৯ অক্টোবর ২০১৬ রাত ০৯:৫৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

"বইপোকা" ও "উইপোকা" প্রায় সমগোত্রীয়
Tongue Thinking
যদি ["উইপোকা"র মত] হাতের কাছে সবকিছুই "বইপোকা"র-ও খাবার হতো!!!
০৪ নভেম্বর ২০১৬ সকাল ১১:১৫
314150
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম। সুন্দর বলেছেন ভাইয়া "বই পোকা"।...ধন্যবাদ আপনাকে।
379272
৩০ অক্টোবর ২০১৬ সকাল ১০:৪৫
হতভাগা লিখেছেন :


প্রচুর বই আছে । দেইখ্যা লন , বাইছ্যা লন।
০৪ নভেম্বর ২০১৬ সকাল ১১:১৬
314151
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : হুম স্যার! আপনি কী এখান থেকেই বই কেনেন? বাইচ্ছা নিয়ে কিন্তু?
০৪ নভেম্বর ২০১৬ দুপুর ০২:৩৮
314157
হতভাগা লিখেছেন : সব ধরনের রুচির মানুষের জন্য আছে স্যার
379353
০১ নভেম্বর ২০১৬ রাত ০৯:৪৯
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পরম শ্রদ্ধেয় ভাইয়া।

কাব্যিক সম্ভারে বই পাঠের ও বইকে ভালোবাসার দারুণ অনুভূতিমূলক লিখা।

খুবই ভাল লাগলো।

জাজাকাল্লাহু খাইর।
০৪ নভেম্বর ২০১৬ সকাল ১১:১৯
314152
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ওয়ালাইকুম সালাম।
পরম শ্রদ্ধেয় ভাইয়া! (আল্লাহু আকবর) বেশি বলে ফেলেছেন!!!!!
আপনার প্রতিটি মন্তব্যই একদম ইউনিক এবং অনুপ্রেরণার উদ্রেককারী। আল্লাহ আপনার প্রতি এবং আমাদের সকলের প্রতি রহমশীল হউন। আমিন।
381600
৩১ জানুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৬:০০
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০১ ফেব্রুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৬:৪১
315560
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধন্যবাদ মুন্সী ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File