হাসিনার ভাষার প্রতি নিন্দা জানাই

লিখেছেন লিখেছেন তরবারী ২৭ অক্টোবর, ২০১৬, ০৩:৪৯:৫৪ দুপুর

একটা দেশের প্রধানমন্ত্রীর ভাষার যে ছিরি

ট্যাঁট্যাঁ তার কোন বিষয়ে কথা বলতেও অনেক সময় লজ্জা লাগে।

মেট্রিক পাশ ! গণতন্ত্রের বানান !

এসব কি ধরনের কথা !!

এটা তো শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে কথা না বরং আন্ডার মেট্রিক বাংলাদেশের বিশাল এক জনসংখ্যা কে প্রধানমন্ত্রী তুচ্ছ তাচ্ছিল্য করেছে।৩৭ শতাংশ শিক্ষিতের দেশ বাংলাদেশের সিংহভাগ জনগণকেই প্রধানমন্ত্রী গালি দিয়েছে,তুচ্ছ তাচ্ছিল্য করেছে।

এটা কি প্রধানমন্ত্রীর ভাষা হতে পারে?

তিনি যদি নিজেকে মা দাবী করেন তবে এই কি মায়ের কথার ছিরি!

দ্বিতীয়ত হল

উনি যে চেয়ারে বসে আছেন সেই চেয়ারের নাম প্রধানমন্ত্রীর চেয়ার।উনার লজ্জা হওয়া উচিত যে এই আন্ডার মেট্রিক মানুষটির কাছে পরাজিত হয়ে উনাকে বিরোধী দল হতে হয়েছিল এবং এই আন্ডার মেট্রিক এর যোগ্যতার কাছে পরাজিত হয়েই উনাকে অবৈধভাবে ক্ষমতায় আসতে হয়েছে।সাহস ক্ষমতাও কুলায় নি সুষ্ঠ নির্বাচন দিয়ে উনার সাথে প্রতিযোগিতা করার।যদি তাই হয় তবে উনার যোগ্যতা এই আন্ডার মেট্রিক থেকে বেশী কি হয়েছে?বরং এখনো উনার যোগ্যতা আর জনপ্রিয়তাকে ভয় পান বলেই ধান্দাবাজির পথ বেছে নেন প্রতিটা কাজে।

তৃতীয়ত,

উনি একটা রাজনৈতিক পরিবার থেকে এসেও রাজনীতির ময়দানে উনাকে স্থির হতে সময় নিয়েছিল অনেক বেশী আর তার আগেই আন্ডার মেট্রিক প্রধানমন্ত্রী উনাকে রাজনীতি শিখিয়েছিল যে কিনা কোন রাজনৈতিক জ্ঞান কোন পরিবার থেকে নিয়ে আসতে পারেনি।

চতুর্থত,

এই আন্ডার মেট্রিক মহিলাটির স্বামীর কারণেই যার রাজনীতি করার সুযোগ হয়েছিল সেই মহিলা উনার চেয়ে অনেক উদার এবং মহীয়সী এ কথা বুঝতে যদি উনার খুব সমস্যা হয় তবে উনি বিশাল!(উনি কি বিষয়ে কীসের শিক্ষিত তা কেউ জানে না,পয়সা দিয়ে কিছু ডিগ্রী আছে) কীসের শিক্ষিত সেটাই তো এখন বিশাল প্রশ্ন !

পঞ্চমত,

এদেশের আপামর মুক্তিযোদ্ধাদের বেশীর ভাগ অংশই আন্ডার মেট্রিক বা অশিক্ষিত ছিল,তাহলে তাদেরকে উনি কিভাবে মূল্যায়ন করবেন?

উনার রাজনৈতিক ভাষা আর বস্তির ভাষার মধ্যে কোন পার্থক্য নেই।তারপরেও সেটা তার ব্যাক্তিগত অভিরুচি,আমি টাকে শিখানোর ধৃষ্টতা রাখি না।

তবে আমার মত সাধারণ আন্ডার মেট্রিক মানুষদের উনি যেভাবে অপমান করেছেন তাতে উনি বাংলাদেশ ও এই সাধারণ খেটে খাওয়া বাঙ্গালীদের উনি কোন দৃষ্টিতে দেখেন এটাই আমার প্রশ্ন এবং উনার এই কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানাই।

বিষয়: বিবিধ

৯৫৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379131
২৭ অক্টোবর ২০১৬ বিকাল ০৪:১৪
শফিউর রহমান লিখেছেন : বিষয়গুলোকে গভীরভাবে দেখেছেন এবং সারবস্তু তুলে এনেছেন মনে হচ্ছে।
২৮ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৭:৩৯
314011
তরবারী লিখেছেন : চেষ্টা করেছি
379139
২৭ অক্টোবর ২০১৬ রাত ১০:৪২
স্বপন২ লিখেছেন : ভালো লাগলো / অনেক ধন্যবাদ
২৮ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৭:৪০
314012
তরবারী লিখেছেন : শোকরিয়া

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File