বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হচ্ছে দুটি সাবমেরিন
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৭ অক্টোবর, ২০১৬, ০৩:৫০:২২ দুপুর
ফোর্সেস গোল-২০৩০’ অনুসারে নৌবাহিনীর উন্নয়ন কর্মকান্ড চলছে। বাংলাদেশ নৌবাহিনী প্রায় ১ লক্ষ ৩ হাজার বর্গকিলোমিটার সমুদ্রসীমা রক্ষার মতো জাতীয় দায়িত্বে নিয়োজিত। দেশের তিন-চতুর্থাংশের সমান আয়তনের সমুদ্রসীমা রক্ষা এবং সমুদ্রসীমায় খনিজ সম্পদ ও মৎস্য আহরণসহ অর্থনৈতিক কর্মকান্ড সচল রাখা বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্ব। মুলতঃ বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্ব
দুটি ভাগে বিভক্ত, যুদ্ধকালীন দায়িত্ব ও শান্তিকালীন দায়িত্ব। যুদ্ধের সময় সমুদ্র এলাকায় শত্রু মোকাবেলার পাশাপাশি গ্যাস, তেল ও খনিজ সম্পদের মত সমুদ্রসম্পদ রক্ষা এবং সমুদ্রপথে আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখা নৌবাহিনীর গুরুদায়িত্ব। এছাড়া শান্তির সময় বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা লোকচক্ষুর অন্তরালে সাগরে চোরাচালান বিরোধী অভিযান, জলদস্যু বিরোধী অভিযান, অবৈধ অস্ত্র উদ্ধার, মৎস্যসম্পদ রক্ষাসহ পরিবেশ দুষণ নিয়ন্ত্রন অভিযানে ব্যস্ত থাকেন। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সময় দেশের সমুদ্র তীরবর্তী এলাকা এবং দ্বীপাঞ্চলের মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসে বাংলাদেশ নৌবাহিনী। সামুদ্রিক সম্পদ ও দেশের সমুদ্রসীমা রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকা প্রশংসনীয়। বর্তমান সরকার নৌবাহিনীর তথা সামরিক বাহিনীর উন্নয়ন এবং আধুনিকায়নে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ ধারা লক্ষ্যনীয়। সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনী ব্যাপক ক্রয়-পরিকল্পনা প্রণয়ন করেছে। এর মধ্যে রয়েছে বাহিনীর জন্য অস্ত্র, যন্ত্রপাতি এবং সামরিক সরঞ্জাম যেমন জাহাজ ধ্বংসকারী মিসাইল, সমুদ্রে টহলের বিমান, ফ্রিগেট, সাবমেরিন ও হেলিকপ্টার। নৌবাহিনীর সর্বাধুনিক ফ্রিগেট বানৌজা বঙ্গবন্ধুর ন্যায় অত্যাধুনিক যুদ্ধজাহাজ ক্রয় প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি আগামী কয়েক বৎসরের মধ্যে নৌবাহিনীর পুরাতন জাহাজসমূহ প্রতিস্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর বহরে চলতি বছরেই দুটি সাবমেরিন যুক্ত হতে যাচ্ছে। সাবমেরিনগুলো শীঘ্রই বাংলাদেশে এসে পৌঁছাবে। এছাড়াও নৌবাহিনীর ফ্রিগেট-এর নির্মাণ ও প্রক্রিয়াধীন রয়েছে। যুদ্ধ জাহাজ নির্মাণে বাংলাদেশ স্বনির্ভরতা অর্জন করেছে। খুলনা শিপইয়ার্ড ও নারায়ণগঞ্জ ডক ইয়ার্ডে অত্যাধুনিক যুদ্ধ জাহাজ নির্মিত হচ্ছে। নৌবাহিনীর দক্ষ ব্যবস্থাপনায় এগুলোতে প্রকৌশল কর্মকান্ড পরিচালিত হচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে বিশ্ব পর্যায়ে বাংলাদেশকে মর্যাদাপূর্ণ অবস্থানে আরো এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশ নৌবাহিনী অনন্য এক ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।
বিষয়: বিবিধ
৮৪০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন