একটি বার পড়ুন,উপলব্ধি করুন
লিখেছেন লিখেছেন তরবারী ১৩ সেপ্টেম্বর, ২০১৬, ০৮:৩৭:২৬ সকাল
আসসালামুয়ালাইকুম --- সকলকেই ঈদ মোবারক,আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা ---
কোরবানির ঈদ,সকলেই প্রস্তুত তো?
সকলের ঈদ ভালো যাক এই কামনা করে একটি ইম্পরট্যান্ট ম্যাসেজ দিতে চাই।
প্রথমত বাতিল,মিথ্যা আর ষড়যন্ত্র যখন জগদ্দল পাথরের বোঝা ভয়ঙ্করভাবে ছাপিয়ে আসে তখন সত্যপন্থি,বিবেকবান আর আদর্শের মানুষগুলোকে অনেক বেশী কৌশলী হতে হতে হয়,সজাগ থাকতে হয় অতন্দ্র প্রহরীর মত।
আরও বেশী দায়িত্বশীল হতে হয়।
কোরবানি নিয়ে প্রতিবছর যে ধরনের জঘন্য প্রচার আর বিদ্বেষমূলক কথা প্রচার করা হয় তা মারাত্মক আকার ধারণ করছে।
তাই ---
প্রথমত আপনি কোরবানির পটভূমি এবং উদ্যেশ্য জানুন।
কোরবানি শুধু পশু জবাই আর মাংস খাওয়া নয়।কোরবানি মানে শুধু উৎসব এর নাম নয়। কোরবানি মানে জীব হত্যা নয়।
এর মধ্য দিয়ে আধ্যাত্মিক শক্তির অর্জন ও দাবীর বিষয় জড়িত।
বাচ্চারা এখন শুধু ম্যাসেজ পায় মাংস খাওয়ার,আর সোশ্যাল মিডিয়া ম্যাসেজ দেয় জীব হত্যা হচ্ছে---
তাই বাচ্চারা কিছু আসলে শিখতে পারছে না।
তাই সকলের উচিত কোরবানির ঠিক আগ মুহূর্তে কোরবানির উদ্যেশ বাচ্চাদের মাঝে বর্ণনা করা।
তাদের কাছে ছোট থেকেই প্রকৃত ম্যাসেজ পৌঁছে দেয়া।
কারণ এই বাচ্চাগুলোই বড় হয়ে মিসগাইদেদ হয়ে যেতে পারে।মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করেছে বলেই সে অনুশাসন মেনে চলবে এমনটা কিন্তু না।তাই তাদেরকে যত্ন সহকারে শিখাতে এবং জানাতে হবে।
পশু জবাই এর আগ মুহূর্তে ১০ মিনিট সময় নিন।কোরবানির সমস্ত কিছু বর্ণনা করুন।
নিজেকে জাগ্রত করুন,ভবিষ্যৎ কেও একটু শিক্ষা দিন।
আল্লাহ আমাদের সকলকেই কবুল করুক।আমীন।
"আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ"
বিষয়: বিবিধ
৮৮৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শিশুদের পাঠ্যপুস্তক ছাপানোর দ্বায়িত্ব কিন্তু দাদারা পেয়েছেন ।
জায়গায় জায়গায় লোক বসানো আছে মিসগাইডেড করার জন্য ।
যথার্থ বলেছেন, সহমত
জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন