আজ ঈদ তাই টানলাম !!

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ১৩ সেপ্টেম্বর, ২০১৬, ১১:৪২:২৫ সকাল



সকালে ঈদের মাঠে সর্বপ্রথম আমিই গিয়েছি। সকালে বেশ ঠান্ডা ছিলো। ভেতরে সুয়েঠার ও বাইরে পাঞ্জাবী এবং মাথায় শীতের টুপি পরে এক শেডের নীচে বসে ঈমাম বুখারীর কিতাবুল মাগাজী পড়ছিলাম। কিতাবুল মাগাজী হল রসূল(সাঃ)এর জীবদ্দশায় ঘটিত যুদ্ধসমূহ। বেশ ভালো লাগছিলো।

বেশ কিছুক্ষন পর এক বুড়ো ভাই আসল। উনি ওরেগন স্টেটের পানি সংক্রান্ত বিষয়ে একজন বিশেষজ্ঞ প্রকৌশলী হিসেবে কর্মরত। খানিক পর বুড়ো ঈমাম সাহেব আসলেন এবং আমার অবস্থা দেখে রসিকতা করে আলাস্কান লোক হিসেবে রসিকতা করলেন। এরপর একে একে মানুষ আসতে থাকল। যুবক ঈমাম ইউসুফ ভাই সকাল ৮টায় ১২ তাকবীরের সাথে ঈদ নামাজ পড়ালেন।লম্বা ২ কাতার হল পুরুষের আর নারীরা আমাদের অনেক পেছনে সম্ভবত ২ কাতার করেছিলো যদিও ঠিক খেয়াল করিনি কয়টা কাতার করেছিলো। ইউসুফ অত্যন্ত স্মার্ট ,সুন্দর লোক। খুবই সাংঘাতিক বক্তা। মুসলিমের চরিত্র,আচরন ঠিক কেমন হওয়া উচিৎ এবং বর্তমানে কেমন সেটা তার বক্তব্যে আসল। নও মুসলিশদের জন্যে প্রেরনামূলক বক্তব্যও ছিলো।

সবশেষে খাওয়া দাওয়া। যদিও এবার আইটেম কম ছিলো কিন্তু যা ছিলো তা টানলাম আযান দিয়ে। ওরেগন স্টেট ইউনিভার্সিটির আরবীয় স্টুডেন্টরা আমার সাথে ফটোসেশনে অংশ নিলো। মনে হল আমি তাদের কেন্দ্রীয় চরিত্র। নানান লোক একে একে এসে ছবি উঠালো। আমি আমার ক্যামেরায় মাত্র একটি তুলেছি তাদের সাথে। বেশ কিছু বাঙ্গালী ভাই,আফ্রিকান ভাই,আরবী ভায়েদের সাথে অত্যন্ত আবেগঘন মুহুর্ত কাটলো। খুবই খাতির করল। আল্লাহ তাদের সবাইকে কবু করুক এবং সর্বোত্তম প্রতিদান প্রদান করুক !

আজ ঈদের দিন, কিন্তু কিছু রান্না করিনি। সময় পাইনি।নামাজ থেকে ফিরে কাজে গেলাম। পরে আর রান্না করা হয়নি। তবে মনে ফুর্তি আছে ১৬ আনা।

বিষয়: বিবিধ

১১৯২ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377513
১৩ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ১২:১৩
সন্ধাতারা লিখেছেন : Salam. Thanks for happiness n enjoyment without many items of food.
১৪ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:৪০
312908
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান খাওয়ায় অংশ নেওয়ার জন্যে Happy
377516
১৩ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০১:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কয়টা দাওয়াতে কিকি খেলেন সেই লিষ্ট টা জানার অপেক্ষায়......
১৪ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:৪০
312909
দ্য স্লেভ লিখেছেন : না,এবার অভাগার দাওয়াত জোটেনি....কারন যে দাওয়াত করত সে দেশে গেছে Crying Crying
377520
১৩ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০৩:০০
হতভাগা লিখেছেন : ঈদ মোবারক আপনাকে ।

আজ ঈদের দিন, কিন্তু কিছু রান্না করিনি। সময় পাইনি।নামাজ থেকে ফিরে কাজে গেলাম। পরে আর রান্না করা হয়নি। তবে মনে ফুর্তি আছে ১৬ আনা।


০ আমেরিকাতে ঈদের দিন সরকারী ছুটি দেওয়া হয় না ?
১৪ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:৪২
312910
দ্য স্লেভ লিখেছেন : না ঈদে সরকারী ছুটি নেই,তবে ছুটি নেওয়া যায়। আমার প্রয়োজন হয়নি,কারন আমার দাওয়াত ছিলোনা। ঈদ মোবারক
১৫ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:০০
312931
হতভাগা লিখেছেন : ক্রিসমাসের সময় কি সরকারী ছুটি , নাকি ইচ্ছে করলে ছুটি নেওয়া যায় ?
১৫ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:৪২
312933
দ্য স্লেভ লিখেছেন : না সেটা সরকারী ছুটি
১৫ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:৫২
312934
হতভাগা লিখেছেন : তাহলে আমেরিকা কি আমাদের চেয়ে বেশী অসাম্প্রদায়িক ?

নাকি আমরা একটু বেশীই উৎসব প্রিয় (ধর্ম যার যার উৎসব সবার !)?
১৫ সেপ্টেম্বর ২০১৬ রাত ১০:৪৭
312951
দ্য স্লেভ লিখেছেন : আমেরিকা খ্রিষ্টানদের সন্টুষ্ট রাখা একটি দেশ। অন্য ধর্মের কোনো দীবসে তারা ছুটি রাখেনি। এদের বছরে সরকারী ছুটি মাত্র ১০দিন
377526
১৩ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৫:২৭
তবুওআশাবা্দী লিখেছেন : ঈদ মুবারক|কি যেন একটা নেই আপনার এই লেখায় ঠিক ধরতে পারছি না !
১৩ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:৫০
312889
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

ঈদ মোবারক!!

আইটেমলিস্ট দিতে সময় মেলেনি, তাই!!
১৩ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৯:৫৯
312898
তবুওআশাবা্দী লিখেছেন : আবু সাইফ, হাঃ হাঃ | আপনার মন্তব্য দেখে মনে পড়লো কি নেই সেটা | রসরাজ খাবার আইটেমগুলোর চৌকষ বর্ণনা নেই ! তাইতো বলি, দ্যা স্লেভের লেখা সব সময়ই হয় মাস্টারের মতো কিন্তু এই লেখাটা গরীব গরীব লাগলো কেন !ঈদ মোবারক |
১৪ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:৪২
312911
দ্য স্লেভ লিখেছেন : হাহাহাহা...খাওয়ার বিষয় Happy নাকি পুটির মা ??হেহেহেহে....পুটির মাও আমার মত ঈদ করেছে Happy
১৪ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:৪৪
312912
দ্য স্লেভ লিখেছেন : আরেকটা ব্যাপার হল এবার আমার পছন্দের আইটেম কম ছিলো আর আমি তাড়াহুড়া করে লিখেছি। তাই লিস্ট দিতে পারিনি। Happy
377531
১৩ সেপ্টেম্বর ২০১৬ রাত ০৯:২৯
আফরা লিখেছেন : ঈদ-মোবারক Rose Rose

টানতে যে বেশি পারেন নাই সেটা বর্ণনা দেখেই বুঝা যায় ।
১৪ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:৪৪
312913
দ্য স্লেভ লিখেছেন : ধুর টানবো কিভাবে,আমি কি দড়ি নিয়ে ঘুরি নাকি !!!Smug Smug Smug

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File