ইসলামের ঠিকাদার

লিখেছেন লিখেছেন তরবারী ১৬ জুলাই, ২০১৬, ০৩:৫৯:৫৭ দুপুর

দাঁড়ি টুপিতে ঈমান খোঁজো

এই বুঝি তোমার ধর্ম?

সাইনবোর্ড নিয়ে ক্বলবের পাতার

বুঝা যায় কি মর্ম

দাঁড়ি তো আছে শিখ বাবুর

ছিল ঠাকুর দাদার!

তাই বলে কি সকলে তারা

বেহেশতী অবতার!

ল্যাংটা করে কাপড় নাচায়

তোমার তো নাই চিন্তা

বুকে না পেটে বাঁধবে হাত

এই নিয়ে খারাপ মনটা!

পড়লো কে যে টাই কোট

ঘুম হারাম এই নিয়ে

পাঞ্জাবীতেই ঈমান আছে

এই বাণী কে দিয়ে!

স্টার জলসায় ঈমান যায় না

পিস টিভির যত দোষ

মাইক মোবাইল ও সুন্নতি না

আছে কি হুজুর হুশ!

অশ্লীলতায় ছেয়েছে দেশ

চোখ গুলো মাজহাবে

হারাম হারাম হারাম রে ভাই

হালাল কোনটা তবে?

তসবিহ,মেসওয়াক এই যদি হয়

রাসুলুল্লাহর খণ্ডা

কে বুঝে তবে ইসলাম আর

কে বুঝে ঘোড়ার আণ্ডা!

সবাই যদি হয় কাফের

কে ঈমানদার

দ্বীন ইসলামের তবে কি

তোমরাই ঠিকাদার

বিষয়: বিবিধ

১১১৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374744
১৬ জুলাই ২০১৬ বিকাল ০৪:১৩
কুয়েত থেকে লিখেছেন : স্টার জলসায় ঈমান যায় না পিস টিভির যত দোষ। মাশাআল্লাহ লেখাটি অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
১৬ জুলাই ২০১৬ বিকাল ০৫:৪৩
310876
তরবারী লিখেছেন : ধন্যবাদ ভাই
374746
১৬ জুলাই ২০১৬ বিকাল ০৪:৩৪
হতভাগা লিখেছেন : ভারতীয় সিরিয়ালের বদৌলতে মুসলনামদের ঘরে পূঁজা চলছে

মদীনা সনদেই দেশ চলছে
374760
১৬ জুলাই ২০১৬ রাত ০৮:২২
শেখের পোলা লিখেছেন :
ওরাই ইসলামের সোল এজেন্ট ওরাই ঠিকাদার। ইসলাম ওদের বাপ দাদার সম্পদ। উইল করা কারবার।।
374783
১৬ জুলাই ২০১৬ রাত ১১:০৫
আবু জান্নাত লিখেছেন :
দাঁড়ি তো আছে শিখ বাবুর
ছিল ঠাকুর দাদার!


ভাই যাদের দাড়ি আছে, তারা কি ফেলে দেবে?

নবী মুহাম্মাদ স. সহ সকল নবী রাসূলগনদের দাড়ি ছিলো, সকল সাহাবায়ে কেরামের দাড়ি ছিল। এটি কি অস্বীকার করতে পারবেন?

ইসলামের মধ্যে কি দাড়ি নেই?

ইসলামে দাড়ি রাখা কতটুকু গুরুত্বপূর্ণ এখান থেকে দেখুন : Click this link
২১ জুলাই ২০১৬ রাত ০৩:১৬
311058
তরবারী লিখেছেন : ভাই কবিতাটার কোথাও কি দাঁড়ি না রাখার ব্যাপারে উৎসাহিত করেছি ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File