গুলশান হত্যাকাণ্ডের জন্য যতগুলো কারণ চিহ্নিত করা হয়েছে তার মধ্যে শীর্ষে ছিলো আন্তর্জাতিক পোষাক যার বলি হতে হয়েছে ইতালীর শীর্ষ ৯ গার্মেন্টস বায়ারকে।
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১৬ জুলাই, ২০১৬, ০৩:৫১:০২ দুপুর
গুলশান হত্যাকাণ্ডের জন্য যতগুলোর কারণ চিহ্নিত করা হয়েছে তার মধ্যে শীর্ষে ছিলো আন্তর্জাতিক পোষাক বায়ারদের বাংলাদেশ থেকে ফিরিয়ে গুজরাটে স্পেশাল ইকোনোমিক জোনের দিকে আকৃষ্ট করা।
২০০৮-২০০৯ সালে শ্রীলংকায় তালিম টাইগারদের সাথে যে গৃহযুদ্ধ সংগঠিত হয়, ধারণা করা হয় এর পেছনে মূল কারণ ছিলো ভারত। ভারত শ্রীলংকার বৃদ্ধি পাওয়া গার্মেন্টস তথা পোষাক শিল্পকে ধ্বংস করতেই তামিল টাইগারদের উস্কে এ যুদ্ধ সংগঠিত করে।
এতে ভারত অবশ্য আংশিক সফল হয়। শ্রীলংকার পোষাক শিল্প অনেকটাই ধ্বংস হয়ে যায়। তবে সেই মার্কেটটা ভারত না পেয়ে পেয়ে বসে বাংলাদেশ।
উল্লেখ্য ভারতের সাম্প্রতিক সময়ে বিশেষ ভাবে শিল্পজোন তৈরীর কাজ চলছে। ইতিমধ্যে গুজরাটে প্রায় ৩০ হাজার হেক্টর এলাকা জুড়ে নির্মিত হয়েছে ৫৫টি স্পেশাল ইকোনোমিক জোন।
এর মধ্যে ১৪% অর্থাৎ ৪২০০ হেক্টর এলাকা জুড়ে নির্মিত হয়েছে গার্মেন্টস কারখানা (Surat Apparel Park SEZ, Ahmedabad Apparel Park SEZ, Pradip Overseas Ltd, Jindal Worldwide Limited)। কিন্তু এত বড় গার্মেন্টস জোন তৈরী হলেও দুঃখের বিষয় এ অঞ্চলে বাংলাদেশের একচেটিয়া অধিপত্যের কারণে ভারতে কাজ যাচ্ছে না। ফলে ভারতের গোয়েন্দা সংস্থা র’ কে এগোতে হচ্ছে ভিন্ন পথে।
সম্প্রতি বাংলাদেশে গুলশান হত্যাকাণ্ডের জন্য যতগুলোর কারণ চিহ্নিত করা হয়েছে তার মধ্যে শীর্ষে ছিলো আন্তর্জাতিক পোষাক বায়ারদের বাংলাদেশ থেকে ফিরিয়ে গুজরাটে স্পেশাল ইকোনোমিক জোনের দিকে আকৃষ্ট করা। যার দরুণ বলি হতে হয়েছে ইতালীর শীর্ষ ৯ গার্মেন্টস বায়ারকে।
যে ভারত নিজ দেশে গার্মেন্টস শিল্প উন্নয়নের জন্য শ্রীলংকায় গৃহযুদ্ধ বাধাতে পারে, সে একই কারণে বাংলাদেশে যুদ্ধ বাধাবে না, এটা আমরা কি ভাবে মনে করি ??
প্রতি বেশীর প্রতি হিংসা সকলেরই থাকে কেই চায়না আমার প্রতিবেশী আমার চেয়ে উন্নত হউক। শুধূ মাত্র একমাত্র ইসলামই ইসলামই প্রতিবেশীর হক এবং প্রতিবেশীর উন্নয়নের জন্য প্রতিবেশীর কল্যাণের জন্য উৎসাহিত করেছেন। ভারততো আমাদের কল্যান কেনদিনও চাইবে না।
আর জাপানের ৬ জন যারা ২২হাজার কটি টাকার মেট্রো রেল প্রজেক্ট এর সাথে জড়িত প্রশ্ন হলো is তথা জঙ্গীদের সাথে বিদেশীদের কি সম্পর্ক এবং কেনইবা তারা একই জায়গায় একত্রে গিয়ে ছিল। নাকি তাদেরকে কেউ দাওয়াত করে একজায়গায় নিয়ে সুপরিকল্পিত ভাবে হত্যা করা হয়নিতো..? যাতে করে আমাদের উন্নয়ন প্রকল্প গুলো ধ্বংস করা যায়..!
বিষয়: বিবিধ
১৩০৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন