কি নামে ডাকবো পর্বঃ ৩
লিখেছেন লিখেছেন তরবারী ১৪ জুলাই, ২০১৬, ০৪:৩৬:১০ বিকাল
রাজনৈতিক সচেতনতা আর রাজনীতি করা এক জিনিষ না।
বাংলাদেশের মানুষ রাজনইতিকভাবে সচেতন না,কিন্তু একমাত্র বাংলাদেশের প্রতিটি মানুষই রাজনীতি করে।
বছরের প্রতিদিনে হয়তো কোন বেলা খাবার মিস হতে পারে কিন্তু চায়ের কাপে রাজনীতির ঝড় উঠবে না এমন হতেই পারে না।
ড্যাভিড ক্যামেরুন পদত্যাগ করেছে এটা মানুষের ভাবনার বিষয় যে কি হবে না হবে কিন্তু তার বাসা পরিবর্তন বা বিভিন্ন মুভে কারো কোন অনুভূতি নেই।অথচ আমাদের দেশের নেতা নেত্রীরা টয়লেট এ গেলেও কর্মীদের এক বিশাল অংশ তাকে পাহারা দেয়,হুড়োহুড়ি করে।কাজ কর্ম সব বাদ দিয়ে সবাই রাজনীতিতে ব্যাস্ত তবে রাজনীতির অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে তাদের কোন ধারনাই নেই এমনকি ধারনা করার মোট জ্ঞান ও নেই।
কি নামে ডাকবো এই জাতিকে?
বিষয়: বিবিধ
৯৩৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন