***> দানব <***
লিখেছেন লিখেছেন ক্রুসেড বিজেতা ১৪ জুলাই, ২০১৬, ০৫:১৮:৪৯ বিকাল
বন্ধু, এ যে আমাদেরই দেশ;
সম্ভ্রমহানী রক্তে কেনা প্রিয় বাংলাদেশে!
কোন কুচক্রী বেশ্যা জারজ
বুনছে ছায়া সর্বনাশা জাল ?
শালা শয়তান...
স্বার্থসিদ্ধির ধ্বংস বিনাশী সাদা ভগবান!
ধরিত্রীর মুখোশধারী জুলুমবাজ মহা শয়তান
বিশ্ব শান্তি নত্সাতকারী তুই পাংশু নাফরমান !
কিলের চোটে খিল তুলে নেব-
কোথায় তোর মহাভগবান ?
গগনচুম্বি বারুদী ঢিল-
আর কত ছুড়বি! ফেলবি মজলুমের আঁখি জল;
দানব যাবি কি না বল?
না হয় বিদ্রোহী কবির দ্রোহে জ্বলে-
কিলের চোটে,হাল করিবো জল ।
বিষয়: বিবিধ
১১৭০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ক্ষুরধার লিখনী মাশাআল্লাহ। প্রতিটি ছত্রে ছত্রে শান দিচ্ছে যেন!!!
জাজাকাল্লাহু খাইর।
আপনার উত্সাহব্যঞ্জক মন্তব্যে ভীষণ প্রীত হলাম।
কৃথার্থ সহ এক সমুদ্র ভালোবাসা জানবেন।
সুখময় হোক আগামীর পথচলা,, শুভরাত্রি।
মন্তব্য করতে লগইন করুন