আমরা করবো জয় ... (বাংলাদেশ ক্রিকেট দলের উদ্দেশ্যে লেখা)

লিখেছেন লিখেছেন তরবারী ০৫ মার্চ, ২০১৬, ০৬:২৭:২০ সকাল

ভয় ,হতাশা বহুদুর ফেলে

জাগিয়াছে এবার বাংলাদেশ

সোনায় মোড়ানো চাদর নয়

পড়েছি ভালোবাসা সিক্ত বিজয়ের বেশ।

গর্জে উঠেছে প্রদীপ হাতে

বুক ভরা আছে বিজয়ের নেশা

সন্মুখে সব করে চূর্ণ-বিচূর্ণ

বাঁচিয়েই

নিবে এই জাতির আশা।

দামাল ছেলেরা অকুতোভয়

রণ সাজে সেজেছে আজ

নিশান উড়ায়ে ধরবেই তারা

যেন দুর্বার,তীক্ষ্ণ উড়ন্ত বাজ

৩২ কোটি হাত, ১৬ কোটি প্রার্থনা

এক প্রানে গেছে গেঁথে

দুর্বার গতিতে যাও ছুটে যাও

আছি তোমাদের সাথে......।। ।। ।।

বিষয়: সাহিত্য

১১১২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361374
০৫ মার্চ ২০১৬ সকাল ১১:২৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ক্রিকেটের জন্য বুকের কোনে ভালোবাসা লুকানো আছে....।


তবে সামগ্রিক ভাবে বলতে গেলে ক্রিকেট খেলাটাই ভালো নয়!! কারন বাংলাদেশের হাজার হাজার তরুণ ক্রিকেটের পেছনে ছুটছে কাজকর্ম পেলে এটা মোটেও দেশের জন্য ভালো দিক নয়।।
০৫ মার্চ ২০১৬ রাত ১০:৪৪
299603
গাজী সালাউদ্দিন লিখেছেন : বাহ, কি সুন্দর উপলব্দি!
০৮ মার্চ ২০১৬ দুপুর ০১:১২
299818
তরবারী লিখেছেন : জী আমিও জানি,তবে একটা ফাইনাল যেহেতু তাই একটু আগ্রহ দেখালাম।এর বেশী কিছু নয়।অধিনায়ক মাশরাফিও একই কথা বলেছে।
০৮ মার্চ ২০১৬ দুপুর ০১:১৩
299819
তরবারী লিখেছেন : জী আমিও জানি,তবে একটা ফাইনাল যেহেতু তাই একটু আগ্রহ দেখালাম।এর বেশী কিছু নয়।অধিনায়ক মাশরাফিও একই কথা বলেছে।
361541
০৫ মার্চ ২০১৬ রাত ১০:৪৩
গাজী সালাউদ্দিন লিখেছেন :
৩২ কোটি হাত, ১৬ কোটি প্রার্থনা


এই ষোলকোটির মধ্যে কিন্তু আমি নাই। খেলার জন্য প্রার্থণার কোন মানে হয়না
০৮ মার্চ ২০১৬ দুপুর ০১:১৩
299820
তরবারী লিখেছেন : হা হা হা ,ভালোই বলেছেন
361601
০৬ মার্চ ২০১৬ দুপুর ০৩:২৭
হতভাগা লিখেছেন : আজকের খেলায় জিতলে প্রিয় বন্ধুকে হারাতে হবে - পারবে কি বাংলাদেশ সেটা করতে ?
০৮ মার্চ ২০১৬ দুপুর ০১:১৩
299821
তরবারী লিখেছেন : তাই হারায়নি ---

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File