সিসির সাথে সমঝোতার খবর ব্রাদাহুডের অস্বীকার
লিখেছেন লিখেছেন জীবরাইলের ডানা ০৫ মার্চ, ২০১৬, ০৪:৩৩:২০ রাত
মুসলিম ব্রাদারহুড প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে
বহাল করার নীতিতে অনড়.....
ইবনে খালদুন সেন্টার ফর ডেভেলপমেন্ট স্টাডিজের প্রধান ও আইনজীবী সাদুদ্দীন ইব্রাহিম মিসরের শাসকদের সাথে মুসলমি ব্রাদারহুডের যোগাযোগ স্থাপনের মধ্যস্থতা করছেন, এমন খবর অস্বীকার করেছেন ব্রাদাহুডের মহাসচিব মাহমুদ হুসাইন। বুধবার আনাদোলু এ খবর জানিয়েছে।
হুসাইন বলেন, এই ব্যাপারে মুসলিম ব্রাদাহুডের অবস্থান খুবই স্পষ্ট যে, নির্বাচিত সরকার পুনর্বহালের ব্যাপারে কোনো আপস নয়। ব্রাদারহুড প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে বহাল করার নীতিতে অনড় রয়েছে। যাদের হাতে মিসরীয়দের রক্ত লেগে আছে তাদের সাথে সমঝোতা নয়। শহীদদের রক্তের ব্যাপারে কোনো আপস হবে না এবং ২৫ জানুয়ারির বিপ্লবের দাবি অর্জন থেকে পিছিয়ে আসা হবে না।
তার এই বক্তব্য এমন এক সময় আসলো যখন মিসরীয় গণমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে, তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ইব্রাহিম এবং হুসাইনের মধ্যে সাক্ষাৎ হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা আয়মান নূর। প্রকাশিত খবরে দাবি করা হয়, ব্রাদারহুড ও মিসরীয় শাসকদের মধ্যে সম্পর্ক স্থাপনে মধ্যস্থতা করতে ইব্রাহিমকে প্রস্তাব দিয়েছেন হোসেন।
http://www.arabiannews24.com/muslim-brotherhood-denies-seeking-reconciliation-with-sisi-regime/
বিষয়: বিবিধ
১১১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন