ছড়া : কোরআনের ডাক
লিখেছেন লিখেছেন তরবারী ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ০৫:১৬:০০ সকাল
অন্যায় অনাচার,কত শত রথ
জীবনের চারিদিকে হাজারোও পথ
তুমি কি যাবে সেই পথ বেয়ে চলে
আল্লাহ্র পথ টা এমনি ভুলে?
এই পথ সেই পথ তোমারই তরে,
শহীদের ফোঁটা ফোঁটা রক্ত ঝরে ,
কোরআনের বানী দিলো যেই পথের দিশা,
হাদিসের কথা সেই দিশার ভাষা।
এই পথ ছেড়ে তুমি যাও গো কোথায়?
আল্লাহ্র পথ ছাড়া নাই যে উপায়।
মুক্তির পথ সেই কোরআনের পথ
আল্লাহ্র বান্দা হও একমত।
আগুনের দরিয়া চারিদিকে সব
মুক্তির পথে এসে কর কলরব ।
মরণ যদি না আজ এসেই পড়ে,
কি নিয়ে যাবে তুমি আঁধার ঘরে!
শুনছো কি ডাক,না কি বেহুশ তুমি
আল কোরআন ডাকছে দিবাযামী।
বিষয়: সাহিত্য
১০২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন