‘জাফর ইকবালের নানা বেলায়েত হোসেন রাজাকার

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ০৫:২৫:৪৮ সকাল



গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা. জাফরুল্লাহ চৌধুরী বললেন -লেখক হুমায়ূন আহমেদ ও অধ্যাপক জাফর ইকবালের নানা রাজাকার ছিলেন ।



http://www.rtnn.net/bangla//newsdetail/detail/1/1/134645#.VsECk0VuZ6

মুক্তিযুদ্ধের নবম সেক্টরের প্রতিষ্ঠাতা ও সংগঠক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মনজুর রচিত ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে দক্ষিণাঞ্চল’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৯ নম্বর সেক্টরের ক্যাপটেন নুরুল হুদা, মেজর জেনারেল (অবHappy আয়েন উদ্দিন (বীর প্রতীক) ।

অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সময় দেশের ৭ কোটি মানুষ যুদ্ধে অংশ নিয়েছিলেন। এরমধ্যে যে সব রাজাকার বিপক্ষে অংশ নিয়েছিলেন তার মধ্যে জাফর ইকবালের নানা বেলায়েত হোসেনও ছিলেন।

অনুষ্ঠানে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, বাংলাদেশ মানে শহীদের দেশ। আর এ দেশের মালিক জনগণ।

বিষয়: বিবিধ

১৮০৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359555
১৫ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৬:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তাতে কি????
এখন যে চেতনায় আহাকার!
359560
১৫ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:৪৪
কাঁচের বালি লিখেছেন : মুরগী তো এবার আরও বড় মুরগী হয়ে গেছে Rolling on the Floor
359561
১৫ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:৫৯
তট রেখা লিখেছেন : এই কথাতো হুমায়ুন আহমেদ নিজেই স্বিকার করেছেন যে, তার নানা শান্তি কমিটির সদস্য ছিল। এবং উনি তার অনুভূতিকে ডিফেন্ড ও করেছেন। মুক্তিযুদ্ধ নিয়ে তার মিশ্র অনুভূতি ছিল।
359571
১৫ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:০২
গাজী সালাউদ্দিন লিখেছেন : নানা রাজাকার হয়েছেতো কি হয়েছে, ব্যক্তি জাফর ইকবাল রাজাকার কিনা? যদি হয়ে থাকে, তাহলে আমাদের জানান।

আমার বাবার ব্যকগ্রাউন্ড কি, তা দিয়ে তো আমাকে বিচার করা ঠিক হবেনা, কেননা, বাবার আদর্শ আমি নাওতো মানতে পারি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File