সোনার বাংলা

লিখেছেন লিখেছেন তরবারী ২৪ জানুয়ারি, ২০১৬, ০৩:৩৮:৩৫ দুপুর

সকল রোগের ঔষধ কি,মানে বাঙ্গালীদের সকল রোগের ঔষধ কি ?

হ্যাঁ সেই ঔষধ টা কি ?

সেই ঔষধ একটাই -

স্বাধীনতা ট্যাবলেট,

মুক্তিযুদ্ধ সিরাপ,

৭১ তাবিজ,

জাতির পিতা মাসাজ।

প্রতিদিন মন্ত্রী,এমপি থেকে শুরু করে সকলের আলোচনার বিষয় এই একটাই।গতকাল এক মন্ত্রী বলল স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারীদের বিরুদ্ধে আলাদা করে আইন করা হবে।

দেশটা কি এই একটা বিষয়ের জন্য নাকি প্রতিনিয়ত চূড়ান্ত ধ্বংসের দিকে চলে যাওয়া সামাজিক অবকাঠামো ঠিক করা গুরুদায়িত্ব?

প্রতিটা আলোচনা আর ধ্যান জ্ঞান এর বিষয় কেন শুধু ৭১ ?বিশ্বের বুকে এমন স্বাধীনতার বিষ আর কোন জাতির উপর আছে কিনা তা একটি বিরাট প্রশ্ন।

সত্যিকারের স্বাধীনতার বিশ্বাস যদি বুকে থাকতো তবে আত্মনির্ভর বাংলাদেশ গঠিত হত,উবামা বা পুতিনের সাথে সেলফির জন্য হুড়মুড় করা শুরু হত না।

যে স্বাধীনতার বিষ বাষ্প প্রতিনিয়ত চাপিয়ে দেয়া হয় তা যদি সত্যিই সৎ উদ্যেশের নিমিত্তে হত তাহলে প্রথমেই পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী গোষ্ঠী সন্তু লারমার দল কে প্রতিহত করা হত এবং কোন সন্দেহ নেই যে সেই গোষ্ঠীটাই বাংলাদেশের স্বাধীনতার জন্য বড় হুমকি এখন।

সশস্ত্র বিপ্লবের মাধ্যমে বিপন্ন হতে পারে স্বাধীনতা এমন হুমকি যেমন স্বাধীনতার জন্য ভয়ঙ্কর তেমনই দেশের সম্পদ জ্ঞাতসারে অন্যত্র পাচার করা,দেশকে ফতুর করাও দেশের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ।সেই কাজটাই প্রতিনিয়ত করে যাচ্ছে সরকারের মন্ত্রী এমপি রা।হলমার্ক থেকে শুরু করে জাতির নাতির উপদেষ্টা পদ গ্রহণের বিপরীতে উচ্চমাত্রার বেতন গ্রহণ দেশের অর্থনীতিকে যেভাবে হুমকিতে ফেলছে তা ও যে স্বাধীনতার জন্য চরম বিপদজনক সেই বোঝার ক্ষমতা যদি সাধারণ জনগণের থাকতো তবে হয়তো দেশ রক্ষার জন্য মিষ্টি বুলির মধু তুষ্টি নিয়ে ঘুমে যেত না।

স্বাধীনতা,মুক্তিযুদ্ধ আর জাতির পিতা এইসকল বস্তাপচা বিষ গুলো যেদিন আবেগের উচ্চারণে খই হয়ে না ফুটে বিশ্বাসের অস্তিত্বে জেগে উঠবে সেইদিনই বাংলাদেশ সোনার বাংলাদেশে রূপ নিবে,নতুবা আরও বিপদ আসছে সামনে।

বিষয়: বিবিধ

১০৫৭ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357575
২৪ জানুয়ারি ২০১৬ দুপুর ০৩:৫৮
দ্বীপান্বিতা সমগ্র লিখেছেন : সত্যিকারের স্বাধীনতার বিশ্বাস যদি বুকে থাকতো তবে আত্মনির্ভর বাংলাদেশ গঠিত হত,
ঠিক.।

আমরা রোগী হয়ে গেছি . Skull
২৫ জানুয়ারি ২০১৬ সকাল ০৬:০৪
296718
তরবারী লিখেছেন : জী আমরা ওই তিনটা ভাইরাসে রোগী হয়ে আছে
357576
২৪ জানুয়ারি ২০১৬ বিকাল ০৪:০৮
তরবারী লিখেছেন : জী ,আমরা ওই তিনটা ভাইরাসে রোগী হয়ে আছি ।
357578
২৪ জানুয়ারি ২০১৬ বিকাল ০৪:৪২
আবু জারীর লিখেছেন : যারা স্বাধীনতার পক্ষের শক্তি তাদেরকেই আজ স্বাধীনতা বিরোধী হিসেবে আক্ষায়িত করা হচ্ছে।
357581
২৪ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:১৮
তরবারী লিখেছেন : এইপুরো টপিকস টাই বাদ দেয়া উচিত
357603
২৪ জানুয়ারি ২০১৬ রাত ০৮:২২
শেখের পোলা লিখেছেন : সাথে আছে হাসু থেরাপী৷ এই ভেজাল ওষুধই আমাদের গিলিয়ে অচেতন করা হচ্ছে৷ধন্যবাদ৷
জনাব তরবারি সাহেব, কারও মন্তব্যের উত্তর দিতে মন্তব্যের বক্সের নীচে ডান কোনার বাঁকা নীল এ্যারোয় ক্লিক করুন, জবাব প্রকাশ করুন নামের একটি বক্স আসবে৷ তাতে জবাব লিখুন,নয়ত কেউ পাবেনা৷
২৫ জানুয়ারি ২০১৬ সকাল ০৬:০৪
296717
তরবারী লিখেছেন : ধন্যবাদ ভাই
357611
২৪ জানুয়ারি ২০১৬ রাত ০৯:০৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আপনার কথাবার্তা তো পুরা রাজাকারের মত মনে ঠেকতেছে
357628
২৫ জানুয়ারি ২০১৬ সকাল ০৬:০৪
তরবারী লিখেছেন : আমি ১০০০ বার রাজাকার --

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File