টুডের ব্লগারদের আনন্দ ভ্রমন (ছবি ব্লগ)

লিখেছেন লিখেছেন শরফুদ্দিন আহমদ লিংকন ২৪ জানুয়ারি, ২০১৬, ০৩:৩৩:১৪ দুপুর

গত ২২ জানুয়ারী টুডে ব্লগের বেশ কিছু ব্লগার বিভিন্ন ইতিহাস ঐতিহ্যসমৃদ্ধ স্থানে এক আনন্দ ভ্রমনে সারা দিন অতিবাহিত করে। ভোর ছয়টা থেকে এক এক করে মাইক্রোতে উঠেন ব্লগাররা।



ব্লগারদের এ টিম নিয়ে মাইক্রো চলে মানিকগঞ্জের উদ্দ্যেশ্যে। পথিমধ্যে নাস্তার সামান্য বিরতিতে খিচুড়ি খেয়ে একটানা মানিকগঞ্জের বালিয়াটি জমিদারবাড়িতে পৌছে ব্লগারদের এ টিম।



জমিদার বাড়ির প্রাসাদের ভেতরে ও বাহিরে বেশ কিছুক্ষন ঘোরাফেরা করেন ব্লগাররা।



এরপর ব্লগারদের এ টিম যায় রামকৃষ্ণ মিশনে।



এখান থেকে এ টিম যায় ইশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে।



এখানে খানিকটা ঘোরাঘোরির পর কাজী নজরূলের স্মৃতি বিজড়িত তেওতা জমিদার বাড়ির উদ্দ্যেশ্যে মাইক্রোযোগে আবারও যাত্রা শুরু হয়।



এই পুকুর ঘাটের সাথে জড়িত আছে কবির জীবনের অনেক স্মৃতি। এখানে বসে তিনি কবিতা লিখেছেন। এ পুকুরে তিনি সাঁতার কাটতেন।

এখান থেকে সবাই প্রবেশ করে জমিদার বাড়ির ভেতরে।



সবাই ঘুরে ফিরে দেখে অবহেলায় পড়ে থাকা এ ঐতিহাসিক স্থানটি।



জমিদার বাড়ির ছাদেও উঠেন সবাই।



অনেকক্ষন ঘুরাঘুরি হয় এখানে।



তারপর সবাই মিলে মাইক্রো যোগে রওয়ানা হয় যমুনার চরের উদ্দ্যেশ্যে। পথিমধ্যে জুমাহর সালাত সেরে সবাই যমুনার চরের নিকটবর্তী একটি হোটেলে লাঞ্চ সারেন। এরপর নামেন যমুনার চরে।



প্রচন্ড শৈত্ব্যপ্রবাহ থাকলেও ব্লগারদের আনন্দের কোন কমতি ছিলো না।



বরং কেউ কেউ রোমান্টিকতার উচ্চতর শিখরে আরোহন করে বালির মধ্যে প্রিয়তমার নাম লিখতে উদ্যত হন



এখানে ঘুরাঘুরির পর ক্লান্ত তবে প্রশান্ত শরীর নিয়ে ঢাকার উদ্দ্যেশ্যে রওয়ানা হয় টুডে ব্লগের এ ব্লগারবৃন্দ।

বিষয়: বিবিধ

২৬০১ বার পঠিত, ৬৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357573
২৪ জানুয়ারি ২০১৬ দুপুর ০৩:৫০
বাকপ্রবাস লিখেছেন : ভালো লাগল
২৪ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:১৮
296680
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : আপনারা থাকলে আরো ভালো হতো
২৪ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৫৭
296687
বাকপ্রবাস লিখেছেন : মন চায়
উপাইতো নাই
২৬ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:২১
296777
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : দেশে এলে ইনশাআল্লাহ হবে, ভাই
357574
২৪ জানুয়ারি ২০১৬ দুপুর ০৩:৫১
নেহায়েৎ লিখেছেন : বেশ ভালই হল মনে হচ্ছে ঐতিহাসিক ভ্রমণ। মাঝে মাঝে এরকম আয়োজন করবেন ইনশা আল্লাহ।
২৪ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:১৮
296681
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : ইনশাআল্লাহ
357577
২৪ জানুয়ারি ২০১৬ বিকাল ০৪:২৮
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : সারা জীবন স্মরণীয় হয়ে থাকার মত একটি ট্যুর ছিল!
২৪ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:১৮
296682
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : Happy
357579
২৪ জানুয়ারি ২০১৬ বিকাল ০৪:৪৭
আবু জারীর লিখেছেন : যারা রোমান্টিকতার উচ্চতর শিখরে আরোহন করেন লিগালী তাদের সাথে রোমান্টিক হওয়ার মত ঘরে বাইরে কেউ কি আছে?
২৪ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:২০
296683
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : ওনার ঘরেই আছে Love Struck । কিন্তু আমার ঘরে বাহিরে কোথাও নাই
357584
২৪ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:৪৩
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : চমতকার লাগলো
এমন ভ্রমন কখনো হয়নি । প্রবাসের জীবনে শুধু মাত্র অপরের ভ্রমন বা আনন্দের খবর শুনেই নিজে খুশি থাকতে হয়। তারপরেও অন্য ভাইরা আনান্দ করবে তাতে অবশ্বই খুশি
ধন্যবাদ
২৫ জানুয়ারি ২০১৬ সকাল ১১:২৭
296722
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : বাংলাদেশে আসলে আপনসিহ কোথাও ঘুরতে যাবো, ইনশাআল্লাহ্!
২৬ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:২২
296778
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : বাংলাদেশে আসলে আপনসিহ কোথাও ঘুরতে যাবো, ইনশাআল্লাহ্!
357591
২৪ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৩৭
কুয়েত থেকে লিখেছেন : আরো বেশী আনন্দীত হতাম যদি সাথে থাকতে পারতাম। সকলকে ধন্যবাদ একসাথে ভ্রমনের জন্য আগে জান্তে পারলে চলেই আসতাম সাথে ভ্রমনের জন্য!
২৫ জানুয়ারি ২০১৬ সকাল ১১:২৮
296723
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ভবিষ্যতে কোথাও যাওয়ার আগে অবশ্যই পোস্ট দেওয়ার চেষ্টা করবো
২৬ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:২২
296779
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : Happy
357597
২৪ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৪০
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনারা ব্লগার, তো আমরা কারা? দুদিন পর পর ভ্রমনের সুখ স্মৃতি নিয়ে হাজির! এই ব্লগ নাকি একটা কমিউনিটি, কমিউনিটি না ছাই! এতো কিছু করেন অথচ আমরা কিচ্ছু জানিনা!
২৫ জানুয়ারি ২০১৬ সকাল ১১:২৯
296724
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ভবিষ্যতে কোথাও যাওয়ার আগে অবশ্যই পোস্ট দেওয়ার চেষ্টা করবো, আর ভাইয়া এটাতো কোন কমিউনিটির আয়োজন ছিলনা, ব্যক্তিগত আয়োজন মাত্র!
২৬ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:২৪
296780
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : ধন্যবাদ সজীব ভাই।

সালাউদ্দিন ভাই, এটা ঢাকায় যারা আছি, তাদের ব্যক্তিগত আয়োজনে হয়েছিলো।
২৬ জানুয়ারি ২০১৬ দুপুর ০১:০১
296792
ব্লগার শঙ্খচিল লিখেছেন : আমি গাজী ভাইর সাথে একমত.....।
357604
২৪ জানুয়ারি ২০১৬ রাত ০৮:২৭
শেখের পোলা লিখেছেন : বেশ ভাল লাগল৷ টিম আরও বড় হলে আরও ভাল হত৷ ধন্যবাদ৷
২৫ জানুয়ারি ২০১৬ সকাল ১১:৩১
296725
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : অনেকে যাওয়ার কথা ছিলো কিন্তু তাদের বাস্তব কিছু সমস্যার কারণে যেতে পারে নাই, আশা করি যারা যায় নাই, তারা ভবিষ্যতে আমাদের সংগ দিবে!
357605
২৪ জানুয়ারি ২০১৬ রাত ০৮:২৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এভাবে গোপনীয়তা কেন? আমরা কী দোষ করেছি সুহৃদ ভাইয়েরা!এত সুন্দর প্রোগ্রাম থেকে আমাদের বঞ্চিত করলেন?
২৫ জানুয়ারি ২০১৬ সকাল ১১:৩১
296726
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ভবিষ্যতে কোথাও যাওয়ার আগে অবশ্যই পোস্ট দেওয়ার চেষ্টা করবো, আর ভাইয়া এটাতো কোন কমিউনিটির আয়োজন ছিলনা, ব্যক্তিগত আয়োজন মাত্র!
২৬ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:২৫
296781
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : মাসুম ভাই, ফেইস বুকে কানেক্ট হন- https://www.facebook.com/salincoln
২৭ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:১৩
296880
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ফেসবুকে রিকু পাঠিয়েছি@শরফুদ্দিন আহমদ লিংকন...ধন্যবাদ...
১০
357609
২৪ জানুয়ারি ২০১৬ রাত ০৮:৫৭
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : বউয়ের পাল্লায় পড়ে আর যাওয়া হলো না। কি দারুণ মিস করলাম! ধ্যাত, ক্যান যে মাইনসে বিয়া করে???
২৪ জানুয়ারি ২০১৬ রাত ১০:৩৯
296705
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একজন ছাড়া বাকিরাওত তাই!! তারা ম্যানেজ করলেন কেমনে। তবে কি আপনি তাদের মধ্যে সবচেয়ে .........
২৫ জানুয়ারি ২০১৬ সকাল ০৯:২৮
296721
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : Happy Happy Happy :Thinking :Thinking :Thinking
২৫ জানুয়ারি ২০১৬ সকাল ১১:৩২
296728
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : বউ বড় না, বন্ধু বড়? অবশ্যই বউ!
২৬ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:২৭
296782
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : ভাই, বউরে অবহেলা কইরেন না। যার বউ নাই, সে বুঝে বউ কী জিনিস !!!
২৬ জানুয়ারি ২০১৬ দুপুর ০২:০১
296798
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : বন্ধুর মান ভাঙ্গাতে পয়সা লাগে না কিন্তু বউ এর মান ভাঙ্গাতে হলে মার্কেটে নিয়ে শপিং করে দিতে হয়। Crying Crying Crying <:-P
১১
357610
২৪ জানুয়ারি ২০১৬ রাত ০৮:৫৮
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : পোস্ট স্টিকি করা হোক। Thumbs Up Loser Loser Loser
২৬ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:২৭
296783
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : ধন্যবাদ ভাই।
১২
357614
২৪ জানুয়ারি ২০১৬ রাত ১০:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : খিচুড়ির নাস্তা হইল দুপুরে কি খাইলেন???
ছবির সাথে আরেকটু বিবরন দিলে ভাল হইত। শেষ ছবিটার বিষয়ে কিছু না বলাই ভাল!!!
২৫ জানুয়ারি ২০১৬ সকাল ১১:৩৪
296729
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : দুপুরে কেউ খাশির গোসত, কেউ ডিম, কেউ পদ্মার ইলিশ দিয়ে ভাত খেলো, আর বিকেলে এক আত্মীয় এর বাড়ী খেজুর রসের ফিন্নি, সবার শেষের ছবির কথা ছবির উপরে লিখা আছে!
২৬ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:২৮
296784
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : Love Struck
১৩
357620
২৫ জানুয়ারি ২০১৬ রাত ১২:৫৫
আফরা লিখেছেন : সব কিছু ভাল লাগল কিন্তু কারো নাম পরিচয় জানলাম এটা ভাল লাগল না ।
২৫ জানুয়ারি ২০১৬ সকাল ১১:৩৫
296730
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : যিনি পোস্ট করেছেন, তাকে ছিনেনতো?
২৬ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:২৯
296785
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : টুডের ব্লগার
১৪
357624
২৫ জানুয়ারি ২০১৬ রাত ০৩:৩১
কাহাফ লিখেছেন :
আগে-ভাগে জানিয়ে এমন সুন্দর আয়োজন করলে হয়তো কাছা-কাছির ব্লগারবৃন্দ শামিল হতে আগ্রহ দেখাতেন!
আমরা দূরে থাকায় সম্ভব না হলেও লোক সংখ্যা আরো বাড়তো এতে!
অনেক ধন্যবাদ আপনাদের সবাই কে!
২৫ জানুয়ারি ২০১৬ সকাল ১১:৩৫
296731
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ভবিষ্যতে কোথাও যাওয়ার আগে অবশ্যই পোস্ট দেওয়ার চেষ্টা করবো, আর ভাইয়া এটাতো কোন কমিউনিটির আয়োজন ছিলনা, ব্যক্তিগত আয়োজন মাত্র!
১৫
357629
২৫ জানুয়ারি ২০১৬ সকাল ০৯:৫১
অপি বাইদান লিখেছেন : সুন্দর ভ্রমন কাহিনী। ধন্যবাদ।

আসলে বাংলাদেশের আর সব স্থানের মত মানিকগঞ্জ জেলাও শিক্ষা, সংস্কৃতি, বিনির্মান স্থাপনা... ইত্যাদী সব কিছুতে ঐতিহাসিক ভাবে হিন্দুদের অবদান চোখে পরে। যাক সে কথা।

বালিয়াটি থেকে আমাদের গ্রামের বাড়ী কিন্তু খুব দুরে না। সাটুরিয়া থেকে নাগরপুর, তারপর যমুনা নদী। যমুনার ঠিক ঐ পাড়ে বাঘা বাড়ী। বাঘা বাড়িতেই আমাদের ছোট গ্রাম।
২৫ জানুয়ারি ২০১৬ সকাল ১১:৩৬
296732
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : আগে জানলে দুপুরের খাবারটা না হয় আপনাদের বাড়িতেই খাওয়া যেত!
২৬ জানুয়ারি ২০১৬ দুপুর ০১:০৪
296794
ব্লগার শঙ্খচিল লিখেছেন : ও , আপু হিন্দু ধর্মের বলেই কি এত ক্ষোভ ইসলামের উপড়ে ?

আমি ও গেয়েছিলাম আপনাদের বাড়ির এলাকাতে সত্যিই সুন্দর
২৬ জানুয়ারি ২০১৬ দুপুর ০১:৩৯
296796
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : এন্ড ইট'জ প্রুভড দ্যাট এভরি নাস্তিক ইজ অ্যা চুপা হিন্দু। Tongue
২৭ জানুয়ারি ২০১৬ দুপুর ০২:১৮
296866
কাহাফ লিখেছেন : প্রথমবারের মত পাঠযোগ্য কোন মন্তব্য আসল আপনার থেকে!
ধন্যবাদ!!
১৬
357630
২৫ জানুয়ারি ২০১৬ সকাল ১১:০৪
জিনাত লিখেছেন : শীতের পড়ন্ত বিকালে খেঁজুর গুড়ের গরম পায়েস এর খবর কিন্তু অজানাই থাকল।
ধন্যবাদ পায়েস পরিবেশনকারী বড় আপুকে,
দোয়া থাকল টিমকে রিসিভ করতে দাড়িয়ে থাকা ছোট্ট দু-জন মা-মনির জন্য।
২৫ জানুয়ারি ২০১৬ সকাল ১১:৩৮
296733
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : ঠিক বলেছেন, পায়েসের একটা ছবির দিলে অনেক ভালো হতো, তবে সত্যি কথা বলতে কি তখন এত বেশি তাড়া ছিল যে ছবি তোলার সময় ছিল না, কারণ তখন আসরের নামাজের সময় যায় যায় অবস্থা।
২৬ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:৩৩
296786
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : ধন্যবাদ, বড় আপুকে। টিম রিসিভের দায়িত্বে থাকা ছোট্র দুজন মামনিকে।

এবং বড় আপুর ভাইকে, যিনি আমাদের নিয়ে গিয়েছিলেন ওখানে।
১৭
357635
২৫ জানুয়ারি ২০১৬ দুপুর ০১:১৭
আবু জান্নাত লিখেছেন : আচ্ছা ভাইয়া, পোষ্ট করেছেন লিংকন ভাই, অথচ সবগুলো প্রতিমন্তব্য দেখছি সজিব ভাইয়ের, কারণ কি?

ব্লগারদের মাঝে কে কে ছিলেন? জানালে ভালো লাগতো।

২৬ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:৩৫
296787
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : যারা ছিলেন-
-মাই নেম ইজ খান
- আবু আসফাক
-নেহায়েত
- সজীব
-মাজহার
- এম এম ওবায়দুর রহমান প্রমুখ
২৬ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:৩৬
296789
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : যারা ছিলেন-
-মাই নেম ইজ খান
- আবু আসফাক
-নেহায়েত
- সজীব
-মাজহার
- এম এম ওবায়দুর রহমান
-জিনাথ প্রমুখ
১৮
357638
২৫ জানুয়ারি ২০১৬ দুপুর ০২:৫৩
দ্য স্লেভ লিখেছেন : বেশ ভালো লাগল
২৬ জানুয়ারি ২০১৬ দুপুর ১২:৩৫
296788
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : Happy
১৯
357706
২৬ জানুয়ারি ২০১৬ দুপুর ০১:০৬
ব্লগার শঙ্খচিল লিখেছেন : আমি কিন্তু আপনাদের কাছাকাছি থাকি আমাকেও নিতে পারতেন
২০
357727
২৬ জানুয়ারি ২০১৬ বিকাল ০৪:১৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : অনেক প্রাণবন্ত, হিংসে করার মত একটি ভ্রমন দিলেন আপনারা। খবর পেলে হয়তো চলেই যেতাম। Rose Rose Rose
২৬ জানুয়ারি ২০১৬ বিকাল ০৪:৩০
296810
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : আপনি সাথে থাকলে আরো বেশি প্রানবন্ত হতো। আমরা অপেক্ষায় আছি, ইনশাআল্লাহ পরবর্তি প্রোগ্রামে যেনো আপনাকে সাথে পাই।
২১
357734
২৬ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:৩৮
আবু আশফাক লিখেছেন : দারুণ মজা হয়েছিল। এমন মাঝে মাঝে হলে খারাপ হয় না।
০৬ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:০৪
297509
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : হুম Happy
২২
357873
২৮ জানুয়ারি ২০১৬ দুপুর ০২:০০
মাজহারুল ইসলাম টিটু লিখেছেন : সুন্দর আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানাই।
০৬ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:০৪
297510
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ Happy
২৩
358121
৩১ জানুয়ারি ২০১৬ রাত ১০:৪৪
লোকমান লিখেছেন : আমি কই ছিলাম?
০৬ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:০৫
297511
শরফুদ্দিন আহমদ লিংকন লিখেছেন : Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File