কেন সোনাবারু ভাতের অভাবে গলায় দড়ি দেয় ? কেউ কি জানেন সেটা ?

লিখেছেন লিখেছেন তরবারী ২৭ মার্চ, ২০১৪, ০৮:৪০:৩০ সকাল

১৪শ কোটি টাকা খরচ করে বিমানবন্দরের নাম পরিবর্তন

কোটি কোটি টাকা খরচ করে ১৮০ সদস্যের বহর নিয়ে জাতিসংঘের একটি সিলি সমাবেশে অংশগ্রহণের জন্য যাত্রা

আর ৯০কোটি টাকা খরচ করে সঙ্গীতের রেকর্ড করা ------

একটি নিতান্ত গরীবের ঘরের খবর দেখেন,দুবেলা দুমুঠো ভাত আনার জন্য নিতান্ত চেষ্টার পরে এক টাকা সেইভ করে তার ভবিষ্যতের জন্য।

তার নন্দন যাওয়ার স্বপ্ন হয় না

প্রতিদিন বিকেলে ফালুদা,বিফ চাপ খাওয়ার স্বপ্ন হয় না------ কেন জানেন ? সে তার পরিবারের প্রতি যত্নশীল।

দেশ কি গরীবের ? নাকি হাসিনা আর তার মন্ত্রীদের মত বিত্তশালীদের?

গরীবের ঘোড়া রোগের মত কেন এত টাকার অপচয় ? তাহলে এই বেক্তিগুলু কি আসলেই দেশের প্রতি ভালোবাসা পোষণ করে ?

পৃথিবীর প্রতি ১০ জন বিজ্ঞানীর মধ্যে ইরান ১ জন বিজ্ঞানী দেয়,ভারত দেয় ২ জন,চায়না যখন অলিম্পিকে চ্যাম্পিয়ন হওয়ার আশায় সারা দেশ চষে ঘুরে প্রতিভা সংগ্রহে ব্যাস্ত থাকে আমরা সেখানে গরীবের পেটে লাথি দিয়ে গান গেয়ে গিনেজে উঠার প্রতিযোগিতা করি,

পয়সা ঢেলে পতাকা বানানোর প্রতিযোগিতায় নামি -----

কি দুর্ভাগ্য একটা জাতির,একটা কারিগর বানানোর উদ্যোগ নেই,আছে শুধু নরকে বসে শুধু স্বর্গের বুলি শোনানোর প্রতিযোগিতায় মেতে উঠার উন্মাদনা।

এত দেশ প্রেম কোন মানুষের মুখি শুনি না,কিন্তু এত এরকম সস্তা প্রেমের বস্তা ভরা আবেগে নয়,কার্যে পৃথিবীর অন্যান্য মানুষের দেশপ্রেমের যে উদাহরন পাওয়া যায় তা দেখলে মনে হয় আমার দেশ আর কত শাক দিয়ে মাছ ঢেকে একটা জিম্বাবুয়ে বা একটা কঙ্গো বানাবে ?

মানুষ যেখানে ৫০ বছর আগের কথা ভাবে,আমরা সেখানে সেই জমিদারের ভাব ধরেই বসে আছি।

আমাদের বাসার কাজের মেয়ে,পূর্বসূরিরা জমিদার ছিল,এখন ভিক্ষা করে,বাসায় কাজ ও করতে দেয় না এই বলে যে,আমরা জমিদার বংশের মানুষ,কাজ কি আমাদের সাজে,এই করতে করতে ভাত না খেয়ে মরার উপক্রম।

জোর করে মানুষ ধরে এনে সঙ্গীত গেয়ে রেকর্ড শুধু বিভিন্ন দেশের ভাইভা বোর্ডেই সিমাবদ্ধ থাকবে,চার আনা মুল্য দিতে আসবে না বরং একটি গরীব কে ধরে এনে যদি স্বাবলম্বী করা যায়,তবে হয়তো সে একদিন পৃথিবীর মানুষের কাছে তার সাফল্য তুলে ধরে বলবে---- এই দেখো আমার সোনার দেশ,আমাকে জিরো থেকে হিরো বানিয়েছে,I LOVE MY GOLDEN COUNTRY.

আর পৃথিবীর মানুষ ছুতে আসবে পঙ্গপালের মত কি সেই সাফল্যের রহস্য তা দেখার জন্য।বাংলাদেশ চলে যাবে বিশ্বের দরবারে।

না হলে ধুঁকে ধুঁকে মরতে থাকা সেই ব্যক্তি মরার আগে শুধু এটাই বলবে ওরে আমার টাকা মেরে নাছছো,গাইছো,তোমরা ধংস হও।

লজ্জা হয় যখন আমার দেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে আসে অন্য দেশের সচিব আর আমার দেশের প্রধানমন্ত্রী বাইরে গেলে কোন উচ্চ পর্যায়ের লোক তাকে রিসিভ করতে আসে না আর আমরা বলে চলি দেশ নাকি অনন্য উচ্চতায় চলে গেছে-

সত্যি-ই কি গেছে ?

তবে কেন সোনাবারু ভাতের অভাবে গলায় দড়ি দেয় ? কেউ কি জানেন সেটা ?

বিষয়: বিবিধ

১১৪৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198598
২৭ মার্চ ২০১৪ সকাল ০৯:০৪
হতভাগা লিখেছেন : বাংলাদেশ যতই এধরনের বিশ্বরেকর্ড করুক না কেন সবই পাকিস্তান/ভারত/গণচীন ভেঙ্গে ফেলবে ।

কিন্তু একটা রেকর্ড আছে যেটা একেবারেই বাংলাদেশের নিজস্ব , যেটা কেউ চাইলে ভাঙ্গতে পারবে না , পারবে বাংলাদেশ নিজেই ।

বলতে পারবেন কোনটা সেটা ?
198608
২৭ মার্চ ২০১৪ সকাল ১০:০০
শেখের পোলা লিখেছেন : আপনার সোনা বড়ুরা তো কোনদিন মন্ত্রী হতে পারবেনা, তাই ওরা মরবে৷ এটা বিচ্ছিন্ন ঘটনা৷ মৃত্যর পরে ঐ সোনাবড়ুরা এদের ভাত কেড়ে খাবে৷ আর এজন্যই পরকাল৷
198619
২৭ মার্চ ২০১৪ সকাল ১০:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
198777
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৫:১৩
তরবারী লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File