সম্পাদক সমীপে......

লিখেছেন লিখেছেন মোহাম্মদ লোকমান ২৭ মার্চ, ২০১৪, ০৮:১৭:১০ সকাল

জনাব সম্পাদক সাহেব,

আসসালামু আলাইকু।

আমার এই লেখাটি প্রথম পাতা থেকে সরিয়ে দেয়ার কারণটা জানার প্রবল আগ্রহ নিয়ে আপনার দ্বারস্ত হলাম।

‘ব্লগিং এর পঞ্চম বর্ষ এবং ফেলে আসা দিনগুলি’ শিরোনামে পোস্ট করা ৪র্থ পর্বটি আপনারা প্রথম পাতা থেকে সরিয়ে দিয়েছিলেন পোস্ট করার কয়েক ঘন্টা পর।

আমার প্রশ্ন হলো : যে লেখাটি প্রথম পাতায় থাকার অধিকার পায় না তা ব্লগেই বা থাকার অধিকার পাবে কেন? লেখাটি যদি দেশ ও দশের জন্য ক্ষতিকর বিবেচিত হয় তাহলে মুছে দেয়াই শ্রেয় ছিল।

তবে মুছে দেয়া বা প্রথম পাতা থেকে সরিয়ে দেয়ার আগে আমাকে অবহিত করলে সম্পাদকের বিবেচনায় লেখায় ক্ষতিকর কিছু থাকলে তা আমি সংশোধন করে নিতাম। এবং সাথে সাথে আমার ভুলটা কি ছিল তা বুঝে নিয়ে আগামীর জন্য সতর্ক হতে পারতাম।

আশা করি জনাব সম্পাদক সাহেব বিষয়টি আমাকে অবহিত করে সুস্থ এবং নিয়মিত ব্লগিং করতে সহযোগীতা প্রদান করবেন।

বিষয়: বিবিধ

১২২০ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198588
২৭ মার্চ ২০১৪ সকাল ০৮:৩৬
আওণ রাহ'বার লিখেছেন : আসসালামুআলাইকুম।
আমার ব্যাক্তিগত অভিজ্ঞতাঃ
এটা ব্লগের বাগ হতে পারে।
১, আপনি পোষ্টটি ড্রাফট থেকে পোষ্ট করলে এরকম হতে পারে।
২, অনেক সময় কোন পোষ্ট নির্বাচিত পাতায় সিলেক্ট করলে পোষ্টটি প্রথম পাতা থেকে হাওয়া হয়ে যায়।
২৭ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৪
148523
মোহাম্মদ লোকমান লিখেছেন : ওয়া আলাইকুম সালাম।
আপনার প্রথম ধারণাটিই ঠিক হতে পারে। ঐ লেখাটি আমি ড্রাফট থেকে পোষ্ট করেছিলাম। ধন্যবাদ।
198594
২৭ মার্চ ২০১৪ সকাল ০৮:৫৩
আয়নাশাহ লিখেছেন : ্লেখাটা পড়লাম। তবে তা কেনো প্রথম পাতা থেকে সরানো হল বুঝলাম না।
২৭ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৬
148524
মোহাম্মদ লোকমান লিখেছেন : আওন রাহবারের প্রথম যু্ক্তিটিই ঠিক হতে পারে। তাছাড়া অন্য কোন কারণ তো দেখছিনা আপাতত।
198599
২৭ মার্চ ২০১৪ সকাল ০৯:০৮
আগামী দিনের প্রধান মন্ত্রী লিখেছেন : এক্কেবারে খাটি কথা কইছেন ভাই ।
২৭ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৬
148525
মোহাম্মদ লোকমান লিখেছেন : Happy
198624
২৭ মার্চ ২০১৪ সকাল ১০:৩১
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন :

ব্লগের মডু মামুরা মখা রোগে আক্রান্ত হইছে। হের লিগ্যা তারা শুধু ঘুমায়। আপনের ব্লগডা যে আমাদের নজরে পড়লো না গত দুদিন ধইরা হে লিগ্যা মুই বেদুনাহুত।
২৭ মার্চ ২০১৪ দুপুর ১২:৪০
148526
মোহাম্মদ লোকমান লিখেছেন : আঞ্চলিক ভাষা শুনতে বেশ ভালো লাগে। Happy
198631
২৭ মার্চ ২০১৪ সকাল ১১:০০
সিটিজি৪বিডি লিখেছেন : গতকাল আমার পোষ্টটিও প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হয়েছিল।
২৭ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৩
148529
মোহাম্মদ লোকমান লিখেছেন : এটি আওন রাহবারের প্রথম সূত্রে পড়েছিল কি না, নাকি অন্য কিছু?
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৯
148620
সিটিজি৪বিডি লিখেছেন : প্রথম পাতায় না দেখেও আমিও মডু মামাদের উপর রাগ করি নাই..কারণ আমি জানিযে আমার পোস্টে আমার প্রিয় ভাই-বোনেরা পড়েই মন্তব্য করে যাবে......
198641
২৭ মার্চ ২০১৪ সকাল ১১:২৫
প্রেসিডেন্ট লিখেছেন : দুঃখজনক!
কারণটি আমি ধরতে পেরেছি। সামু নিয়ে অপ্রিয় সত্য কথা বলায় এ অবস্থা। মডু মামারাও আছেন উভয় সংকটে। বোঝেনইতো!!
২৭ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৪
148530
মোহাম্মদ লোকমান লিখেছেন : এ ব্লগের সম্পাদক/মডুরা যথেষ্ট ভদ্র। আমার মনে হয় আওণ রাহ’বারের প্রথম সূত্রের বলি হয়েছে লেখাটা।
২৭ মার্চ ২০১৪ দুপুর ০১:২৭
148550
আয়নাশাহ লিখেছেন : মডুরে জেলে ভইরা দেন।
198664
২৭ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৯
সম্পাদক লিখেছেন : টেকনিক্যাল কারন হতে পারে। জানেন তো, আন্দাজ-অনুমান করে করে কথা বলা গোনাহে কবীরা
-
২৭ মার্চ ২০১৪ দুপুর ০১:১৫
148543
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : তাইলে এত্তোদিন ধইরা মুই যে কমেন্টগুলান কইরছি তা কি সোয়াবে ছগিরা?
২৭ জুলাই ২০১৪ দুপুর ১২:৫৪
193129
ভোলার পোলা লিখেছেন : জানি না এটা সম্ভব হবে কি না তারপর ও
বলছি।
সামহোয়্যার সহ অনন্য ব্লগ লিংক যখন
আমরা ফেসবুকে শেয়ার করি তখন
সেখানে ব্লগার এর নাম উল্লেখ্য থাকে।
সাথে যার যে টাইটেল সেটা থাকে। যেমনঃ
সাধারণ মানুষের পক্ষে অমুকের ব্লগ।
তারপর যেই শিরোনামে লেখা সেটা থাকে।
কিন্তু টুডে ব্লগে লিংক এ ব্লগার এর
কিছুই থাকে না শুধু বিষয় শিরোনাম থাকে।
আরো ক্লিয়ার এর জন্য ফেসবুকের
একটি লিংক দিলাম
https://facebook.com/story.php?story_
fbid=700317423374366&id=100001883435322&_
rdr
যদি সম্ভব হয় তাহলে সেরকম করলে ভালো হবে।
আর এটা আমার বেক্তিগতভাবে ভাবে বলা।
ধন্যবাদ
198688
২৭ মার্চ ২০১৪ দুপুর ০১:৩১
দুষ্টু পোলা লিখেছেন : সম্পাদক লিখেছেন : টেকনিক্যাল কারন হতে পারে। জানেন তো, আন্দাজ-অনুমান করে করে কথা বলা গোনাহে কবীরা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File