একুশের পূজা

লিখেছেন লিখেছেন তরবারী ২২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:৫৮:৪২ সকাল

শহীদ মিনারের বেদীতে উঠিয়া

ফুল ছিটাইলে যারা

বলতে কি পারো সেই ফুলের কিছু

সৌরভ পাইয়ায়াছে কি তাহারা !

কত পকেটের টাকা ছিটাইলে

ঊষার আগেই ঘুম ভাঙ্গিলে

যার তরে পদ ঠেলিয়া মুখরিত করিলে প্রাঙ্গন

সে কি কভু এই চাওয়াতে আসিয়াছিল সুজন ?

মনে কি পড়ে,শেষ কবে এই কাক ডাকা ভোরে

ফজর পড়িতে লাফাইয়াছিলে তরিঘরি করে !

কোন কি কালে মাঙ্গিয়াছো দোয়া

শহীদের আত্মার লাগি,ওই রবেরই তরে ?

কি দিবে "ফুল",কাহার তরে যাবে সে উড়ি

পুজা-অর্চনায় কেন তাহারে মিথ্যা স্মরণ করি !

দু-মুঠো ভাত ছিটাইলে পরে

ভুখা-নাঙ্গা কিছু গিলতো উদরে

যাহা ছিটাইলে তাহাই মারাইলে

মরবে সে তো তোমারই আচরে

বাঁচিয়া যে আছে,বাচাও তারে

ফুল ফল কেন ওই কবরে

আত্মার প্রশান্তি আত্মার মাঝে

পূজা দিলে তার কিছু মিলবে না রে

বিষয়: সাহিত্য

৮২৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180565
২২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৩৪
আস্তিক লিখেছেন : কেউ অতি বাঙালী হতে গিয়ে এটা করে, আবার কেউ করে হুজুগে
ধন্যবাদ ভাই
180605
২২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:০৬
মেঘ ভাঙা রোদ লিখেছেন : বাস্তবসম্মত কবিতা পড়ে অনেক ভালো লাগলো

তাই অনেক অনেক ধন্যবাদ
180647
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৭
বিন হারুন লিখেছেন : কবিতার মাধ্যমে সুন্দর বিষয় তুলে ধরার জন্য অনেক অনেক শুভ কামনা রইল আপনার প্রতি. পাথরের সামনে ফুল পুজো দিলে মুসলিম ভাষা শহিদদের আত্মা শান্তি পাবে না, বরং মুসলিম হিসেবে তাঁদের অমর্যাদা করা হবে.
180687
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫৪
সজল আহমেদ লিখেছেন : ভাই এত চমত্‍কার কিছু শব্দ আর ভাব প্রকাশ পেয়েছে যার প্রসংশা করতে গেলে কবি আলমাহমুদের সমান করতে হয়।আপনার প্রতিভা দেখে আমি মুগ্ধ!
180692
২২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:০৯
তরবারী লিখেছেন : অনেক ধন্যবাদ
180733
২২ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৮
তরবারী লিখেছেন : ফুল দিতে যাচ্ছিলাম। পথ আগলে দাঁড়ালো রফিক, সালাম, বরকত, শফিউর---

¤ রফিক -- কই যাও?
¤ আমি -- জি, শহীদ মিনার যাচ্ছি ফুল দিতে।
¤ সালাম -- ফুল দিয়ে কি হবে?
¤ আমি -- না, মানে আপনাদের স্মরণ করা হল। আপনাদের আত্মা শান্তি পাবে।

¤ বরকত -- হা হা হা, কুরআন হাদিসের কোথাও লেখা আছে, ফুল দিলে আত্মার শান্তি হয়? কখনো কি কবর জিয়ারত করেছো? দুই রাকাত নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করেছো??
¤ আমি -- জি…না, মানে…

¤ রফিক -- হুমম, প্রতি বছর কত টাকার ফুল দিয়ে এভাবে শ্রদ্ধা জানাও?
¤ আমি -- জি, কোটি টাকার উপরে।
¤ শফিউর -- আচ্ছা আমার মা যে চিকিৎসার অভাবে মারা গেছে, কেউ কি খোঁজ নিয়েছে?
¤সালাম -- আমার আত্মীয় স্বজনরা যে রিকশা চালিয়ে, দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে, তার কি কোন খবর রাখে কেউ?

¤ আমি -- ভাই, আসলে জীবন তো দিছেন আপনারা। আপনাদের আত্মীয় স্বজন তো দেয় নাই। তাদের খোঁজ কেন নিব?
¤ বরকত -- যুদ্ধ তো করছে মুক্তিযোদ্ধারা। তাদের নাতি পুতিরা এত সুযোগ সুবিধা পায় কেন?

¤ শফিউর -- বাদ দাও তো বরকত ! ওদেরকে বেশি উস্কে দিয়ো না। বেশি উস্কালে হয়ত, নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধার মত নতুন প্রজন্মের ভাষা সৈনিক নামেও তারা আরেকটা পার্টি বানাবে।

মনটা খারাপ হয়ে গেল। বাসায় ফিরে আসলাম। আর কোনদিন ফুল দিতে যাবো না। [Collected]
180799
২২ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সময় আসবে যারা পূজা না করবে তারা বাংলাদেশী নয় বলে গণ্য হবে
180899
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩০
তরবারী লিখেছেন : পিলাচ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File