শ্রদ্ধা ২১, কিন্তু.......

লিখেছেন লিখেছেন লিচু চোর ২২ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:৩৮:৫৫ সকাল

আজ শহীদ মিনারে লাখো মানুষের ভীড়, শিশু কিশোর, যুবক যুবতী, প্রেমিক প্রেমিকা, নেতা নেত্রী হাজারে হাজার মানুষ, হাজারো লাখ টাকার ফুলের স্থুপ, বক্তৃতা, গান, সেমানার সহ আরো অনেক কিছু। আমিও একজন বাংলাদেশী হিসেবে শ্রদ্ধা ২১ ফেব্রুয়ারি, শ্রদ্ধা ও স্বরণ করছি সেই ভাষা সৈনিকদের। সব কিছু ঠিক আছে কিন্তু আপনারা কি কেউ বলতে পারবেন আজ এই একটি দিন শহীদ মিনারে মানুষের ঢল, হাজার টাকার ফুল দিয়ে, মিনিটের স্বরণ দিয়ে, সেমিনারে বক্তৃতা দিয়ে, গান বাজনা করে এখানেই কি শ্রদ্ধা, চেতনার ও বাঙ্গালীয়ানার শেষ? নাহ রে ভাই এখানেই শেষ না। শ্রদ্ধা হোক প্রতিদিন, চেতনা জাগরিত হোক প্রতিদিন, কিন্তু কি ভাবে- শুধু একটাই কাজ তা হল এই বাংলার একজন মানুষ আরেক জনকে সাহায্য সহযোগিতা। দেখুন তো আজ আপনার পাশে কোন বাঙ্গালি না খেয়ে ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে কিনা। দেখুন আজকে কোন বাঙালি শিশু বা বৃদ্ধ রাস্তার পাশে শীতের তীব্রতায় কাপঁছে কিনা...........

বিষয়: বিবিধ

৯২৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180608
২২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৪
মেঘ ভাঙা রোদ লিখেছেন : সবকিছু আজ দিবসকেন্দ্রিক হয়ে যাচ্ছে দেখে খুবি অবাক লাগে। Sad

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File