ছড়া : ছোট্ট বেলার শিক্ষা
লিখেছেন লিখেছেন তরবারী ০৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:৫৯:৪৩ সকাল
ছুট্টো বেলায় যখন আমি জানতাম না তো কিছু,
আম্মু আমায় আদর করে শিখাতো নানা কিছু।
হাত উঠিয়ে বলতো আম্মু ওই যে দেখ আসমান,
সেথায় আছে সবার প্রভু আল্লাহ সুবাহান।
আমি বলতাম কেমন করে পাবো আমি আল্লাহ !
আম্মু বলতেন সবের আগে বলবে বিসমিল্লাহ্ ।
দেখবে যখন মানুষ তুমি,আল্লাহ করেন হুকুম,
সঙ্গে সঙ্গে বলবে তুমি আসসালামুয়ালাইকুম।
কাজের পরে"শোকরিয়া" ভালবাসেন আল্লাহ
প্রান ভরে বলবে তুমি আলহামদুলিল্লাহ।
আমি বলতাম তাতেই বুঝি যায় পাওয়া যায় আল্লাহ !
আম্মু বলতেন সুন্দর দেখলে বলবে মাশাআল্লাহ।
আর , আর , আর ?
আছে আছে আরও কিছু,কতই না চমৎকার !
সুবহানাল্লাহ বলবে তুমি দেখলে কিম্ভুতকিমাকার।
চাইবে তুমি করতে যা,মনের ইচ্ছে থেকে
ইনশাআল্লাহ বলে নিও তার শুরুতে।
বিদায় বেলায় কভু যেন ভুলো নাকো আল্লাহ
সুন্দর একটা শব্দ হল ফিআমানিল্লাহ।
আনন্দে আমি আত্মহারা ,কত সুন্দর শিক্ষা !
মানতে যেন পারি প্রভু,এই দয়া মোর ভিক্ষা ।
বিষয়: বিবিধ
১২১০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন