বাংলাদেশ পুলিশ RAB BGB DB এন্ড ছাত্রলীগ যুবলীগের গান:
লিখেছেন লিখেছেন ওরিয়ন ১ ০৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:০৮:৫৭ সকাল
মোরা হাছিনাকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা দাদার মুখের হাসির জন্য অস্ত্র ধরি।।
যে মাটির চির শত্রুতা আমার অঙ্গে মাখা
যার নদী জল রক্তে রক্তে মোর স্বপ্ন আঁকা।
যে দেশের নীল অম্বরে মন দিয়েছে ধোকা
সারাটি জনম সে দাদার টানে অস্ত্র ধরি।।
মোরা নতুন একটি মানুষের লাশ ফেলতে যুদ্ধ করি―
মোরা নতুন একটি টেন্ডারের জন্য যুদ্ধ করি
মোরা একখানা ভালো পদের জন্য যুদ্ধ করি
মোরা সারা বিশ্বের অশান্তি টিকাতে আজকে লড়ি।।
যে নারীর উড়নাতে টান দিতে আমার রক্ত দোলে
যে শিশুর মায়া কান্নাতে আমার বিশ্ব ভোলে
যে গৃহ অবৈধ আদিম খেলা দুয়ার খোলে
সেই শান্তির শিবির ঠেকাতে আজ শপথ করি।।
মোরা একটি নষ্টা মেয়েকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা দাদার মুখের হাসির জন্য অস্ত্র ধরি।। (সংগৃহিত ফেসবুক থেকে )
বিষয়: রাজনীতি
২৫৮৫ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখন হয়ত কামলা Fielding দিচ্ছে , Today/Tomorrow main team য়ে চলে আসবে ।
জ্বি ভাই ঠিকই বলেছেন আপনি। আপনার পরম দেবী মাতা শেখ হাসিনার আদরে পোষা একপ্রকার হিংস্র জন্তু বাহিনী এরা।
''একপ্রকার হিংস্র জন্তু বাহিনী এরা। ''
০ এদের দূর্দান্ত Catching এবং Fielding এ প্রতিপক্ষের ব্যাটস্ম্যানরা পর্যুদস্ত ।
ক্ষীপ্র গতির Fielding করে এরা Run out ও Catch out করছে প্রতিপক্ষের একের পর এক Batsmen দের ।
প্রতিপক্ষের কাছে তাই এরা '' হিংস্র '' '' পশু'' ।
কিন্তু দলের/নেত্রীর কাছে এরা Precious .
পুলিশ নামের কলঙ্ক
শিবিরের নাম শুনতেই
ওদের হয় জলাতঙ্ক।
মন্তব্য করতে লগইন করুন