অশান্তির দুনিয়া

লিখেছেন লিখেছেন ইশতিয়াক আহমেদ ০৬ ডিসেম্বর, ২০১৬, ১০:৩৩:০০ রাত



দুনিয়াটা পড়ে আছে

বিষেরই ছায়ায়,

মরে গেছে মানবতা-মমতা

সেই বিষেরই ছোয়ায়।

চারিদিকে শুধু মানুষে মানুষে

লেগে আছে হানাহানি,

মরছে মানুষ প্রতিটি ক্ষণে

করে নিজেরা মারামারি।

দুনিয়াতে তো আছে মানুষ

অগণিত বেহিসাব,

কিন্তু হায় তাদের মাঝে

মানুষত্ত্বের যে প্রচুর অভাব।

মানুষে মানুষে না থাকে যদি

মায়া আর মমতার মিল,

তাহলে হবে কি দুনিয়ার!

থাকবে যে শুধুই অশান্তির মিছিল।

মানুষ হয়ে মানুষের মতো

সবাই বাঁচতে শিখো,

নিজেদের মাঝে ভেদাভেদ ভুলে

সুন্দর একটা পৃথীবি গড়ো।

তারিখঃ- ০৬/১২/১৬ ইং

বিষয়: সাহিত্য

১০৯১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380514
০৬ ডিসেম্বর ২০১৬ রাত ১১:২৫
জেদ্দাবাসী লিখেছেন : ভাল লিখেছেন ইশতিয়াক আহমেদ ভাই।
ধন্যবাদ।
০৭ ডিসেম্বর ২০১৬ সকাল ০৯:১৫
314908
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আপ্নাকেও ধন্যবাদ।
380546
০৮ ডিসেম্বর ২০১৬ বিকাল ০৫:১৫
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু পরম শ্রদ্ধেয় ভাইয়া।

আপনার অত্যন্ত হৃদয়গ্রাহী লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
১১ ডিসেম্বর ২০১৬ রাত ১০:২৪
314944
ইশতিয়াক আহমেদ লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম। শুকরিয়া Good Luck Good Luck
381427
২৪ জানুয়ারি ২০১৭ দুপুর ১২:৫৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File